ঢাকা ১২:১৯ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোহার খাঁচায় বন্দি পায়রা সেতু, নিরাপত্তার নামে সৌন্দর্যের মৃত্যু সাতক্ষীরায় রইচপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস বর্ণাঢ্য র‍্যালি রাউজানে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনীর তিনটি আসনের সীমানা পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি) জামালপুরে প্রেমিকের বিয়ের খবরে তৃতীয় লিঙ্গের মুন্নির আত্মহত্যা রাউজানে আশরাফিয়া আবুশাহ মিয়া জব্বারিয়া মঈনীয়া এতিমখানা ও হেফজখানা উদ্বোধন চট্টগ্রামে বাগীশিকের মাস্টার ট্রেইনার কর্মশালা সম্পন্ন সিবিসি পরীক্ষা”করতে না চাওয়ায় রোগীর মুখে থাপ্পড় চিকিৎসকের জামালপুরে গ্রেপ্তারকৃত যুব মহিলালীগ সভাপতি কারাগারে চুয়াডাঙ্গায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ গ্রেফতার-০২জন

প্রথম ধাপে যশোর মণিরামপুর ও কেশবপুরে ৩৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিজেস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ১২২ বার পড়া হয়েছে

মো:আরিফুল ইসলাম
যশোর উপজেলা প্রতিনিধি

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী ৮ মে যশোরের মণিরামপুর ও কেশবপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার এই দুই উপজেলা পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৪জন প্রার্থী। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ১৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম জানান, মণিরামপুর উপজেলায় মোট ১৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে যে পাঁচজন মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সদস্য নাজমা খানম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন এবং জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা আমির প্রভাষক ফজলুল হক।
এই উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ছয়জন। তারা হলেন উপজেলা যুবলীগ নেতা মঞ্জুর আক্তার, সাবেক ছাত্রলীগ নেতা সন্দীপ ঘোষ, খেদাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম আব্দুল হক, সাবেক ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম, ফরহাদ হোসেন ও উপজেলা জামায়াতের আমির লিয়াকত আলী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী সাতজন হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী আমেনা বেগম, পৌর যুব মহিলা লীগ সভাপতি সুরাইয়া আক্তার ডেইজি, উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক মাজেদা খাতুন, মাহবুবা ফেরদৌস পাপিয়া, জেসমিন আক্তার ও জামায়াত সমর্থিত মোছা. গুলবদন।
সোমবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ^াসের কাছে এসব প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন বলে তিনি নিশ্চিত করেন।
প্রতিনিধি কামরুজ্জামান রাজু জানান, কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে আটজন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন ওবায়দুর রহমান, নাসিমা আকতার সাদেক, আব্দুস সামাদ, ইমদাদুল হক, এস এম মাহবুবুর রহমান, কাজী মুজাহীদুল ইসলাম, মফিজুর রহমান ও আব্দুল্লাহ-নূর-আল আহসান। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সুমন সাহা, পলাশ কুমার মল্লিক, মনিরুল ইসলাম, ওজিহুর রহমান, আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল লতিফ রানা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাবেয়া খাতুন ও মনিরা খানম মনোনয়নপত্র দাখিল করেছেন।
উল্লেখ, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল ও ভোট গ্রহণ অনষ্ঠিত হবে ৮ মে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

প্রথম ধাপে যশোর মণিরামপুর ও কেশবপুরে ৩৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আপডেট সময় : ০৬:২৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

মো:আরিফুল ইসলাম
যশোর উপজেলা প্রতিনিধি

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী ৮ মে যশোরের মণিরামপুর ও কেশবপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার এই দুই উপজেলা পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৪জন প্রার্থী। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ১৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম জানান, মণিরামপুর উপজেলায় মোট ১৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে যে পাঁচজন মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সদস্য নাজমা খানম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন এবং জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা আমির প্রভাষক ফজলুল হক।
এই উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ছয়জন। তারা হলেন উপজেলা যুবলীগ নেতা মঞ্জুর আক্তার, সাবেক ছাত্রলীগ নেতা সন্দীপ ঘোষ, খেদাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম আব্দুল হক, সাবেক ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম, ফরহাদ হোসেন ও উপজেলা জামায়াতের আমির লিয়াকত আলী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী সাতজন হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী আমেনা বেগম, পৌর যুব মহিলা লীগ সভাপতি সুরাইয়া আক্তার ডেইজি, উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক মাজেদা খাতুন, মাহবুবা ফেরদৌস পাপিয়া, জেসমিন আক্তার ও জামায়াত সমর্থিত মোছা. গুলবদন।
সোমবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ^াসের কাছে এসব প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন বলে তিনি নিশ্চিত করেন।
প্রতিনিধি কামরুজ্জামান রাজু জানান, কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে আটজন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন ওবায়দুর রহমান, নাসিমা আকতার সাদেক, আব্দুস সামাদ, ইমদাদুল হক, এস এম মাহবুবুর রহমান, কাজী মুজাহীদুল ইসলাম, মফিজুর রহমান ও আব্দুল্লাহ-নূর-আল আহসান। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সুমন সাহা, পলাশ কুমার মল্লিক, মনিরুল ইসলাম, ওজিহুর রহমান, আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল লতিফ রানা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাবেয়া খাতুন ও মনিরা খানম মনোনয়নপত্র দাখিল করেছেন।
উল্লেখ, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল ও ভোট গ্রহণ অনষ্ঠিত হবে ৮ মে।