ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত আগৈলঝাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত পিআরসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহে জামায়াতের মানববন্ধন বোন ও দুলাভাই দ্বারা হয়রানি-মামলা ও মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে বেনাপোলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে উচ্ছেদে ভূমিহীনদের পুনঃবাসনের দাবীতে অবস্থান কর্মসূচি সাতক্ষীরা পৌরসভায় জলবায়ু সহনশীল পানি ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত বিএনপি নির্বাচিত হলে ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে –মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাণীশংকৈলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অবৈধভাবে কাজ চললে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইউএনও’র লেমুয়া বাজারে ২০ ফুট প্রশস্ত সংযোগ সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় জনগণ

পিরোজপুর ও বাগেরহাট সীমান্ত নদীতে ঘুরছে স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো কুমির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আশরাফ উদ্দিন

পিরোজপুর ও বাগেরহাট সীমান্তবর্তী মধুমতি নদীতে ঘুরছে স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো সুন্দরবনের সেই কুমিরটি। কুমিরের আতংকে স্থানীরা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যেগাযোগ মাধ্যমে সতর্কিকরন পোস্ট দিয়েছেন। স্থানীয়দের মধ্যে কুমিরের আক্রমনের আতংক ছড়িয়ে পড়ছে। তবে বনবিভাগ ও কুমিরের গতিবিধি নিয়ে গবেষনার কাজে দায়িত্বপ্রাপ্তরা এ নিয়ে কোন আতংকিত না হতে পরামর্শ দিয়েছেন।শুক্রবার (১২এপ্রিল) সুন্দরবনের স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো কুমিরটিকে স্থানীয়রা পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গার সীমান্তবর্তী বাগেরহাটের চিতলমারি উপজেলার শৈলদাহের বাংলাবাজার এলাকার মধুমতি নদীতে ভাসতে দেখেন।শৈলদাহ ও পাটগাতি এলাকায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মো. জিয়া উল হাসান বলেন, ওই গত বৃহস্পতিবার রাতে তিনি যাত্রী নিয়ে শৈলদাহর দিকে যাওয়ার কালে শৈলদাহ ভাঙ্গা রাস্তার মোড় এলাকা থেকে কুমিরটিকে রাস্তা অতিক্রম করতে দেখেন। কুমরিটি দেখে তিনি প্রথমে আতংকিত হলেও পরে পিটে ট্রান্সমিটার বসানো দেখেছেন। এমডি রাফসানুল ইসলাম নামে একজনে তার ব্যাবহৃত ফেসবুকে এ সংক্রান্ত একটি সতর্কিকরন পোস্ট দিয়ে স্থানীয় নদী বা খালের পানিতে না নামার অনুরোধ করেছেন। এমন সতর্কিকরন পোস্ট দিয়েছেন আরো অনেকে।
এ বিষয়ে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচার (আইইউসিএন) এ কর্মকর্তা মো. সরোয়ার হোসেন জানান, কুমিরটি নিয়ে কোন ধরনের আতংকিত হবার কিছুই নাই। এটি মাত্র আড়াই থেকে পৌনে ৩ ফুট দৈর্ঘের একটি বাচ্চা কুমির। এর বয়স আড়াই বছর। কুমিরটির গতিবিধি লক্ষ্য করতে এর পিটে স্যালেটাইট বসানো হয়েছে।এটি নিয়ে গবেষনা চলছে জানা গেছে, লোনা পানির কুমিরের আচরন ও গতিবিধি গবেষনার জন্য সম্প্রতি সুন্দরবনের চারটি কুমিরের শরীরে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে অবমুক্ত করা হয়েছে এর মধ্যে ৩টি কুমির সুন্দরবন ও লবনাক্ত পানিতে ঘোরঘুরি করলেও একটি চলে যায় পিরোজপুরের দিকে। ওই সব এলাকায় সাধারনত সাধু পানির এলাকা হিসাবে ধরা হয়।সুন্দরবনের করমজল বন্য প্রাণি প্রজনন কেন্দ্রের তত্ত্বাবধাক মো. আজাদ কবির বলেন, গত প্রায় একমাস আগে সুন্দর বনের লবনাক্ত পানির ৪টি কুমিরের শরীরে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এর মধ্যে ৩টি কুমির সুন্দর বন এলাকায় অবস্থান করলেও একটি কুমির অন্যত্র চলে গেছে। আমাদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী গত কিছু দিন ধরে সেটি পিরোজপুরের নদ-নদীতে ঘুরছে। সব শেষ পাওয়া তথ্য অনুযায়ী (শুক্রবার, ১২ মার্চ দুপুর ৪টা নাগাদ) সেটি পিরোজপুর-বাগেরহাট ও গোপালগঞ্জ সীমান্তবর্তী চিতলমারি উপজেলার কলাতলা এরকার একটি পুকুরে অবস্থান করছে। নিজের জন্য কোন নিরাপদ স্থান পেতে তার এমন পথ চলা বলে ধারানা করা হচ্ছে তিনি আরো বলেন, গত ১৩ মার্চ প্রথমে দুটি ও এর ৩ দিন পরে আরো দুটি কুমির অবমুক্ত কার হয় সেই দুটির একটি কুমির এটি অবমুক্ত করা ৪টি কুমিরের মধ্যে দুটি পুরুষ ও দুটি নারী কুমির রয়েছে। এর আগে সুন্দর বনের করমজল বন্য প্রাণি প্রজনন কেন্দ্র থেকে ২০০টি কুমির অবমুক্ত করা হয়েছিলো কিন্তু তাদের গতিবিধি এমন ভাবে নজর দেয়া হয় নি। তবে এর আগে একই ভাবে শরীরে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে কচ্ছপ ছেড়ে দেয়া হয়েছিলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

পিরোজপুর ও বাগেরহাট সীমান্ত নদীতে ঘুরছে স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো কুমির

আপডেট সময় : ০৩:৩২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪

নিজস্ব প্রতিবেদক : আশরাফ উদ্দিন

পিরোজপুর ও বাগেরহাট সীমান্তবর্তী মধুমতি নদীতে ঘুরছে স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো সুন্দরবনের সেই কুমিরটি। কুমিরের আতংকে স্থানীরা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যেগাযোগ মাধ্যমে সতর্কিকরন পোস্ট দিয়েছেন। স্থানীয়দের মধ্যে কুমিরের আক্রমনের আতংক ছড়িয়ে পড়ছে। তবে বনবিভাগ ও কুমিরের গতিবিধি নিয়ে গবেষনার কাজে দায়িত্বপ্রাপ্তরা এ নিয়ে কোন আতংকিত না হতে পরামর্শ দিয়েছেন।শুক্রবার (১২এপ্রিল) সুন্দরবনের স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো কুমিরটিকে স্থানীয়রা পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গার সীমান্তবর্তী বাগেরহাটের চিতলমারি উপজেলার শৈলদাহের বাংলাবাজার এলাকার মধুমতি নদীতে ভাসতে দেখেন।শৈলদাহ ও পাটগাতি এলাকায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মো. জিয়া উল হাসান বলেন, ওই গত বৃহস্পতিবার রাতে তিনি যাত্রী নিয়ে শৈলদাহর দিকে যাওয়ার কালে শৈলদাহ ভাঙ্গা রাস্তার মোড় এলাকা থেকে কুমিরটিকে রাস্তা অতিক্রম করতে দেখেন। কুমরিটি দেখে তিনি প্রথমে আতংকিত হলেও পরে পিটে ট্রান্সমিটার বসানো দেখেছেন। এমডি রাফসানুল ইসলাম নামে একজনে তার ব্যাবহৃত ফেসবুকে এ সংক্রান্ত একটি সতর্কিকরন পোস্ট দিয়ে স্থানীয় নদী বা খালের পানিতে না নামার অনুরোধ করেছেন। এমন সতর্কিকরন পোস্ট দিয়েছেন আরো অনেকে।
এ বিষয়ে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচার (আইইউসিএন) এ কর্মকর্তা মো. সরোয়ার হোসেন জানান, কুমিরটি নিয়ে কোন ধরনের আতংকিত হবার কিছুই নাই। এটি মাত্র আড়াই থেকে পৌনে ৩ ফুট দৈর্ঘের একটি বাচ্চা কুমির। এর বয়স আড়াই বছর। কুমিরটির গতিবিধি লক্ষ্য করতে এর পিটে স্যালেটাইট বসানো হয়েছে।এটি নিয়ে গবেষনা চলছে জানা গেছে, লোনা পানির কুমিরের আচরন ও গতিবিধি গবেষনার জন্য সম্প্রতি সুন্দরবনের চারটি কুমিরের শরীরে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে অবমুক্ত করা হয়েছে এর মধ্যে ৩টি কুমির সুন্দরবন ও লবনাক্ত পানিতে ঘোরঘুরি করলেও একটি চলে যায় পিরোজপুরের দিকে। ওই সব এলাকায় সাধারনত সাধু পানির এলাকা হিসাবে ধরা হয়।সুন্দরবনের করমজল বন্য প্রাণি প্রজনন কেন্দ্রের তত্ত্বাবধাক মো. আজাদ কবির বলেন, গত প্রায় একমাস আগে সুন্দর বনের লবনাক্ত পানির ৪টি কুমিরের শরীরে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এর মধ্যে ৩টি কুমির সুন্দর বন এলাকায় অবস্থান করলেও একটি কুমির অন্যত্র চলে গেছে। আমাদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী গত কিছু দিন ধরে সেটি পিরোজপুরের নদ-নদীতে ঘুরছে। সব শেষ পাওয়া তথ্য অনুযায়ী (শুক্রবার, ১২ মার্চ দুপুর ৪টা নাগাদ) সেটি পিরোজপুর-বাগেরহাট ও গোপালগঞ্জ সীমান্তবর্তী চিতলমারি উপজেলার কলাতলা এরকার একটি পুকুরে অবস্থান করছে। নিজের জন্য কোন নিরাপদ স্থান পেতে তার এমন পথ চলা বলে ধারানা করা হচ্ছে তিনি আরো বলেন, গত ১৩ মার্চ প্রথমে দুটি ও এর ৩ দিন পরে আরো দুটি কুমির অবমুক্ত কার হয় সেই দুটির একটি কুমির এটি অবমুক্ত করা ৪টি কুমিরের মধ্যে দুটি পুরুষ ও দুটি নারী কুমির রয়েছে। এর আগে সুন্দর বনের করমজল বন্য প্রাণি প্রজনন কেন্দ্র থেকে ২০০টি কুমির অবমুক্ত করা হয়েছিলো কিন্তু তাদের গতিবিধি এমন ভাবে নজর দেয়া হয় নি। তবে এর আগে একই ভাবে শরীরে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে কচ্ছপ ছেড়ে দেয়া হয়েছিলো।