পাঁচখাইনে শ্রীশ্রী লোকনাথ বিগ্রহ মন্দিরে দুর্ধর্ষ চুরি

- আপডেট সময় : ১১:৩৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাউজান (চট্টগ্রাম):
চট্টগ্রামের রাউজান উপজেলার দক্ষিণাঞ্চলের ১৪ নং বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামে অবস্থিত ঐতিহাসিক শ্রীশ্রী লোকনাথ বিগ্রহ মন্দিরে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে সংঘটিত এই ঘটনায় মন্দিরের মূল্যবান প্রতিমা, দানবাক্সের নগদ অর্থ, রুপার চেইন, পিতলের লোকনাথ বিগ্রহ, পূজার কাঁসার সামগ্রী ও বিভিন্ন ধর্মীয় উপকরণ চুরি হয়ে গেছে।
স্থানীয়রা জানান, অজ্ঞাতনামা চোরেরা মন্দিরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে এই চুরির ঘটনা ঘটায়। পরদিন সকালে বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম ভয় ও উদ্বেগ দেখা দেয়।
মন্দিরটির অধ্যক্ষ শ্রীশ্রী মহেশ্বরানন্দ ব্রহ্মচারী বলেন, এটি শুধু একটি সাধারণ চুরি নয়, এটি আমাদের ধর্মীয় অনুভূতির ওপর একটি গভীর আঘাত। বহু বছর ধরে পূজিত প্রতিমা ও উপাসনার সামগ্রী চুরি হওয়ায় আমরা অত্যন্ত মর্মাহত।
তিনি আরও বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
এদিকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ অবিলম্বে চোরদের গ্রেপ্তার ও চুরি যাওয়া ধর্মীয় উপকরণ ও মূল্যবান সম্পদ উদ্ধারের দাবি জানিয়েছেন।