পর্যটন নগরীতে বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচন সভা।।
- আপডেট সময় : ০৩:২৯:২৪ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪ ২২১ বার পড়া হয়েছে

পর্যটন নগরীতে বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচন সভা।।
“সারা পৃথিবীর অস্তিত্বের জন্য প্রাণীকূল বাঁচাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুয়াকাটায় বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মার্চ) এগারোটার দিকে কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট মাঠে মানববন্ধনের আয়োজন করেছে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, কুয়াকাটা প্রেসক্লাব, আমরা কলাপাড়াবাসী, এনিমেল লাভার্স অব পটুয়াখালী, কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি।
মানববন্ধন শেষে কুয়াকাট প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আয়োজন সংগঠনের নেতারা বন্যপ্রাণী বিপন্ন রোধে সচেতনতা বৃদ্ধি ও রক্ষায় করণীয় বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে ওয়াটারকিপার্স বাংলাদেশ এর কলাপাড় উপজেলা সমন্বয়ক সিনিয়র সাংবাদিক মেজবাহ উদ্দিন মান্নু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুয়াকাটা ক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব। সভায় বক্তারা বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর সর্বত্র সঠিক প্রয়োগের আহবান জানান।




















