পদত্যাগের ঘোষণা দিলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৬:৫০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া:-
বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দ্য ক্রো পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় এই ঘোষণা দেন।
ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্ট এবং অভ্যন্তরীণ নির্বাচনে প্রত্যাশিত ফলাফল অর্জনে ব্যর্থ হওয়ায় আলেক্সান্ডার দ্য ক্রো এই সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগের সময়, কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘এটা খুবই কঠিন একটি সন্ধ্যা।’
বেলজিয়ামের ভোটাররা এ সপ্তাহের শেষে ইইউ পার্লামেন্ট ছাড়াও দেশের কেন্দ্রীয় এবং আঞ্চলিক নির্বাচনেও অংশ নেয়েছেন। নির্বাচনে অভ্যন্তরীণভাবে, দেশের বৃহত্তম উগ্র ডানপন্থী ভ্লামস বেলাং পার্টি প্রচুর সাপ্তাহিক প্রচেষ্টা করেছে, তবে দলটি অপেক্ষার সম্মুখীন রয়েছে। আলেক্সান্ডার দ্য ক্রো নেতৃত্বে সাতটি দলের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা সম্ভব হয়েছে না বলে ধারণা করা হচ্ছে।
এ কারণে আলেক্সান্ডার দ্য ক্রো সরকারপ্রধানের পদ ছাড়ার ঘোষণা করেছেন। তিনি নিউ ফ্লেমিশ অ্যালায়েন্স (এন-ভিএ), ভ্লামস বেলাং পার্টি ও ভুরুইত পার্টিকে অভিনন্দন জানিয়েছেন।
দেশের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দ্য ক্রোর পদত্যাগ আসলে সোমবার কার্যকর হবে বলে সংবাদমাধ্যমের তথ্য উপলব্ধি। ২০২০ সালের অক্টোবরে, তিনি বেলজিয়ামের জোট সরকারের দায়িত্ব নিয়েছিলেন।