পটুয়াখালীর গলাচিপা থানায় ৭০০ গ্রাম গাজা সহ গ্রেপ্তার দুইজন

- আপডেট সময় : ০২:২৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ১৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া
পটুয়াখালী জেলাধীন গলাচিপা উপজেলায় ৭০০ গ্রাম গাঁজা সহ চর বিশ্বাস ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মোঃ রাজা খার পুত্র মোঃ সালাউদ্দিন খান (৩২) ও চর কাজল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোঃ আফাজ উদ্দিন মাতুব্বরের পুত্র মোঃ রুহুল মাতুব্বর (৪০) কে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম, এর দিক নির্দেশনায় গলাচিপা থানার একটি টিম মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গলাচিপা থানাধীন চর কাজল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি মোঃ সবুজ জোমাদ্দারের বাড়ীর (টিলার) দক্ষিন পার্শ্বের ভেড়ীবাঁধ থেকে তাদেরকে আটক করে।
পুলিশ সুত্রে আরো জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জুন রাতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
স্থানীয়রা জানান অনেক দিনধরে এই মাদক ব্যবসার সাথে জড়িত এই দুজন। তারা এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাদের ভয়ে কেউ কিছু বলতে পারিনা।
নাম প্রকাশ নাকরার শর্তে একজন বলেন, এদের সাথে আরো অনেকে জড়িত আছে তাদেরকে শনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। কেউ এদের থেকে কিনে খায় আবার কেউ এদের থেকে নিয়ে বিক্রি করে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম খান জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে, এবং পটুয়াখালীতে প্রেরণ করা হয়েছে।