পটুয়াখালীতে প্রতারণা মামল ভুয়া পুলিশের ওভুয়া সচিব পরিচয়দানকারী সহ তিনজন গ্রেফতার ওই নগর টাকা উদ্ধার

- আপডেট সময় : ০২:৩৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ১৮৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-পটুয়াখালী জেলায় ভুয়া পুলিশ পরিচয় দান করি ভুয়া সচিবসহ তিনজনকে গ্রেফতার করেছে পটুয়াখালী জেলা পুলিশ।
ভুয়া পুলিশ ও ভুয়া সচিব পরিশোধনকারীর নাম ইমাম সাহাজাদা সে বিভিন্ন নামে পরিচয় দিয়ে আসছিলেন। পিতা ইউসুফ মিয়া মাথা মোসাঃফাতেমা বেগম সাং সাতরা থানা বোরহান উদ্দিন জেলা ভোলা। বাদী সরলতার সুযোগ অসৎ উদ্দেশ্যে আসামি ইমাম সাহাজাদা বিভিন্ন সময় নগদ বিকাশ ও ব্যাংক ২৬ লাখ ৫৭২৮০ টাকা গ্রহণ করে। পরবর্তীতে অস্বীকার করিয়া প্রতারণা মাধ্যমে বিশ্বাসভঙ্গ। বাদীর অভিযোগ প্রেক্ষিতে ফটোগুলি থানায় মামলা নং ২৬, তারিখ ২৪/০২-২০২৪ খ্রিস্টাব্দ ধারা ৪০৬ ৪২০ পেনাল কোড রজু হয়।
পুলিশের অভিযান টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে 24 3 রাত সাত ঘটিকার সময় জেলা লালমোহন থানা দিন গজারিয়া বাজারস্থার ১ নং আসামি মোঃ ইমরান শাহজাদা ওরফে সাইফুল ইসলাম এর শশুর জয়নাল আবেদীন হাওলাদার এর বাসা হইতে আসামি ১নং আসামি মোহাম্মদ ইমাম সাহাজাদা /সাইফুল ইসলাম (৫০)২ নং জসিম হাওলাদার (৩৫)৩নংমোঃআলমগীর হাওলাদার( ৪৩) ৪ নং মোসাঃ রোজিনা বেগ ম। সর্ব পিতা মোঃ জয়নাল আবেদীন হাওলাদার সর্বশেষ গজারিয়া থানা লালমোহন জেলা ভোলাগন।
আটক কালে হেফাজত হইতে নগজ ৪০ হাজার ৫০০ টাকা পাসপোর্ট একটি ব্যাংক চেক বই প্রতারণা কাজ ব্যবহার একাধিক মোবাইল সিমসহ উদ্ধার করা হয়।
আসামি বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আসামি কে জেলাতে জেল হাজতে পাঠানো হবে। এবং আইন অনুযায়ী তার বিচার হবে।
প্রেস রিলিজে পটুয়াখালী থানার ইনচার্জ জসিম
তথ্য নিশ্চিত করেছেন।