সংবাদ শিরোনাম :
নোয়াপাড়া পথেরহাট থেকে মাওলা আলী জামে মসজিদ সড়ক সংস্কারের আহ্বান এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১০:০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:দীর্ঘ কয়েক বছর ধরে নোয়াপাড়া পথেরহাট থেকে মাওলা আলী জামে মসজিদ পর্যন্ত সড়কটি অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে। কোনো সংস্কার না হওয়ায় এ রাস্তায় চলাচলে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তায় খানাখন্দ ও কাদায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।
এলাকাবাসীর দাবী দীর্ঘদিন ধরে এ দুর্ভোগ চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসেনি বিষয়টি। ফলে জনসাধারণের দুর্ভোগ বাড়ছে। শিক্ষার্থীরা সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে পারছে না, রোগী পরিবহনেও দেখা দিচ্ছে নানা সমস্যার।
এ অবস্থায় ভুক্তভোগী এলাকাবাসী মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত জনাব আলহাজ্ব জসিম উদ্দিন সাহেবের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছেন সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য।