নীলফামারীর ডিমলায় বেগম জিয়ার ভাগ্নের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প

- আপডেট সময় : ১০:০৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ১২২ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি:নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে আলহাজ্ব প্রকৌশলী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের উদ্যোগে নীলফামারীর ডিমলায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ।
ডিমলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট মাঠে এ ক্যাম্পের উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে আলহাজ্ব প্রকৌশলী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
দিনব্যাপী চিকিৎসাসেবা ক্যাম্পে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের, চশমা বিতরণ ও চোখের বিভিন্ন চিকিৎসাসেবা প্রদান করা হয়। চক্ষু সেবা ক্যাম্পে ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, সহ-সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, ডিমলা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, তুহিনের কন্যা ডা. আরিফা ইসলাম বক্তব্য দেন। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান।
প্রধান অতিথির বক্তব্যে শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, “আমাদের সমাজে এখনো অনেক মানুষ আছেন, যারা চোখের সমস্যায় ভুগলেও অর্থাভাবে সঠিক চিকিৎসা নিতে পারেন না। অনেকেই অন্ধত্বের পথে চলে যান শুধুমাত্র চিকিৎসার সুযোগের অভাবে। এই অবস্থার পরিবর্তনে আমাদের এই ছোট্ট উদ্যোগ। আমি চাই, কেউ যেনো বিনা চিকিৎসায় অন্ধত্ব বরণ না করে।”
তিনি আরও বলেন, “বিএনপি সব সময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। আমরা বিশ্বাস করি, দেশের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণে নয়, মানুষের মৌলিক চাহিদা পূরণে—বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষার মতো খাতে—বাস্তব পরিবর্তন আনতে হবে। ইনশাআল্লাহ, ভবিষ্যতে যদি বিএনপি সরকার গঠনের সুযোগ পায়, আমরা মানবসম্পদ উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেবো। দেশের প্রত্যেক নাগরিক যেন সুস্থ ও সম্মানজনক জীবনের অধিকার পায়, সেটিই হবে আমাদের মূল লক্ষ্য।”
ডিসট্রেসড এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) ও রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) সহযোগিতায় এক হাজারের অধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন সৈয়দপুরের মরিয়ম চক্ষু হাসপাতালের চিকিৎসকেরা। এসময় ডিমলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের পক্ষ থেকে তুহিনকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।