নীলফামারীতে ৩১ দফার লিফলেট বিতরণের মধ্য দিয়ে বিএনপি’র সদস্য সংগ্রহ অভিযান
- আপডেট সময় : ০৮:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি:নীলফামারীতে ইউনিয়ন পর্যায়ে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) জেলার সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে ৩১ দফার লিফলেট বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকবর আলী, রেদোয়ানুল হক বাবু, আহমেদ আলী বাবু, জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক হাকিমুর রহমান চৌধুরী হিরু বক্তব্য রাখেন।
নেতারা বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ সুগম করবে। সদস্য সংগ্রহ অভিযান সংগঠনকে তৃণমূলে আরও গতিশীল করবে বলেও মন্তব্য করেন তারা।
এসময় চওড়া বড়গাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ইউনিয়ন যুবদলের সভাপতি খোরশেদ আলম, যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান সহ স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















