নীলফামারীতে মাদ্রাসার সুপারের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

- আপডেট সময় : ০৮:১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে

জি,এম জনি, নীলফামারী: নীলফামারী জেলার সদর উপজেলার সিংদই দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপার মো: ফজলুল করিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে ওই মাদ্রাসার অবিভাবক,শিক্ষার্থী ও এলাকাবাসী। বুধবার সকালে চৌরঙ্গীমোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে ওই মাদ্রাসার অবিভাবক দাতা সদস্য মশিউর রহমান শাহ ফকির বলেন, মাদ্রাসার সুপার ফজলুল রহমান একজন স্বৈরাচার ও দূর্নিতিবাজ সুপার তাই এরকম সুপারের অপসারণ একটি যৌক্তিক দাবি। তিনি আরও বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ওই সুপারের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হলেও কোন কাজ হয়নি। আজকের এই মানববন্ধনে যদি সুপার ফজলুল করিমের অপসারণ না করলে আগামীতে কঠোর আন্দোলনে করবো আমরা অবিভাবকেরা।
মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, আমরা ওই সুপার শিক্ষার্থীদের কাছে নির্ধারিত ফি এর চেয়ে অতিরিক্ত ফি নিয়ে পরীক্ষা নিতো, যদি আমাদের মধ্যে কেউ সেসব বিষয় প্রতিবাদ করলে, ওই সুপার আমাদের ভয়ভীতি দেখাতো। আমরা সুপারের অপসারণ চাই।
মানববন্ধন কর্মসূচি শেষে অবিভাবক, শিক্ষার্থী,ও এলাকাবাসী নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো:নায়িরুজ্জামান এঁর নিকট স্মারকলিপি জমা দেন।