নীলফামারীতে কেমিস্ট সম্মেলন অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:২১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে কেমিস্টগণের সমন্বয়ে কেমিস্ট সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ আগষ্ট) শহরের আশা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে নীলফামারী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি প্রকৌশলী এস.এম সফিকুল আলম ডাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শহরের মুন লাইট মেডিকেল হল এর স্বত্বাধিকারী মো. মনিরুজ্জামান মন্টু।
সদর উপজেলা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) সভাপতি মাসুদ রানা মাসুমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈকত ফার্মেসীর স্বত্বাধিকারী সুমন হোসেন, কেমিস্ট ডা. রেজাউল করিম প্রামাণিক, শফিকুল ইসলাম, রেজাউল করিম স্বপন, নুরুজ্জামান সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মীজানুর রহমান, শাকিল আহমেদ, লতিফুল হক করিম, আজমেরী আহমেদ সম্রাট প্রমুখ।
এসময় বক্তারা, নিজেদের নানা সমস্যা ও তা সমাধানে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানান। সরকারী সকল নিয়ম কানুন মেনে ঔষধ ক্রয় বিক্রয় করার জন্য সকল কেমিস্টদের আহ্বান জানান। ঔষধের মেয়াদ যদি না থাকে সেই সকল ঔষধ কোন প্রকার বিক্রয় করা যাবেনা এবং দোকানেও যেনো মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন বক্তারা।
সম্মেলনে উপস্থিত সকল কেমিস্টদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি নীলফামারী জেলা শাখার পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী ২-৩ দিনের মধ্যে সকলের সম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হবে বলেও সম্মেলনে জানানো হয়।