নীলফামারীতে আয়শা হত্যার ঘাতকদের গ্রেফতার ও ফাঁসীর দাবীতে মানববন্ধন

- আপডেট সময় : ০৮:৩১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে এক সন্তানের জননী মোছা. আয়শা সিদ্দিকা বন্যা হত্যা মামলার ঘাতকদের গ্রেফতার ও ফাঁসীর দাবীতে মানববন্ধন করেছে নিহত আয়শার পরিবারসহ নীলফামারীর জনসাধারণ। পরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেন তারা।
মঙ্গলবার (১৭ জুলাই) জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে নিহত বন্যার বাবা মো. বেলাল হোসেন, মা মোছা. ময়না বেগম, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় সদস্য মাহমুদ হাসান অয়ন, নীলফামারী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. আরিফ হোসেন আয়শা হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে ফাঁসীর দাবী জানান।
মামলার আরজি সূত্রে জানা যায়, নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়নের ফকির পাড়া গ্রামের মো. বেলাল আলী শাহ ফকিরের মেয়ে নিহত আয়শা সিদ্দিকা বন্যা (২০) এর সাথে তিন বছর পূর্বে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট বাজারের মো. হোসেন আলির ছেলে মো. আবু বক্কর সিদ্দিক বাদশা (২৭) এর বিয়ে হয়।
বিয়ের পর আয়শার কোল আলো করে আসে পুত্র আবু ইসরাক বোরহান (১১ মাস)। ১০ লক্ষ টাকা যৌতুক চেয়ে না পেয়ে প্রায় সময় আয়শার উপর অমানবিক শারীরিক ও মানসিক অত্যাচার নির্যাতন চালোতেন আয়শার স্বামী আবু বক্কর সিদ্দিক ওরফে বাদশা। এ নিয়ে বেশ কয়েকবার এলাকার মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিচার শালিসও হয়।
গত ১২ জুন দুপুরে আয়শার বাবা বেলাল আলী শাহ ফকির মেয়ের অসুস্থতার খবর পেয়ে মেয়ে-জামাইয়ের বাড়ীতে গিয়ে আয়শার লাশ পান তিনি।
এদিকে, মানববন্ধনকারীদের অভিযোগ, যৌতুকের কারণেই অভিযুক্তরা পরিকল্পিত ভাবে আয়শাকে হত্যা করেছে”।