সংবাদ শিরোনাম :  
                            
                            নসরুল হামিদের সহযোগী ‘আব্বা’ বাহিনীর পৃষ্ঠপোষক ইকবাল আটক
																
								
							
                                
                              							  ডেক্স রিপোর্ট									
								
                                
                                - আপডেট সময় : ০২:৩১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ১১০ বার পড়া হয়েছে
 

সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের অন্যতম সহযোগী ও কেরানীগঞ্জ শুভাঢ্যা ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাতে পালানোর সময় স্থানীয় জনতা আটক করে তাকে রাজধানীর নিউমার্কেট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এলাকাবাসী জানায়, ইকবাল হোসেন দক্ষিণ কেরানীগঞ্জের মূর্তিমান আতঙ্ক ও আব্বা বাহিনীর প্রধান পৃষ্ঠপোষক। হত্যাসহ নানা অপকর্মের মাধ্যমে সামনে আসে তার নাম। দুর্নীতি, অনিয়ম ও নারী অপহরণের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
জানা গেছে, ইকবাল চেয়ারম্যান সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে দক্ষিণ কেরানীগঞ্জকে অপরাধের অভয়ারণ্যে পরিণত করেছেন। তার বিরুদ্ধে জমি, মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠান দখলের অভিযোগ রয়েছে। ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তিনি।
																			
										



















