দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফেনী-০১ আসনে প্রার্থী মনোনীত করায় ছাগলনাইয়ায় বিজয় মিছিল
- আপডেট সময় : ০১:২৪:২২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফেনী:
রফিকুল ইসলাম মজনুর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের আনন্দ শোভাযাত্রা
দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফেনী-০১ (ছাগলনাইয়া-পরশুরাম-ফেনী সদর আংশিক) আসনে প্রার্থী হিসেবে মনোনীত করায় উচ্ছ্বাসে মেতে উঠেছে ছাগলনাইয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি ছাগলনাইয়া উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয় চত্বরে এসে শেষ হয়। বিজয় মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মজনু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. সেলিম, যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সভাপতি আবদুল কাদের, যুবদল সভাপতি শফিকুল ইসলাম, ছাত্রদল সভাপতি মামুন হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা কামাল উদ্দিন, কৃষক দলের দেলোয়ার হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়াকে ফেনী-০১ আসনে প্রার্থী ঘোষণা করা ফেনীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে। তাঁরা বলেন, “বেগম জিয়া শুধু বিএনপির নেতা নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক।”
নেতৃবৃন্দ সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আসন্ন নির্বাচনে দেশনেত্রীর প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিজয় মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আরও বলেন, “খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র আবারও প্রতিষ্ঠিত হবে—এই বিশ্বাসেই আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি।”
ফেনী-১ ছাগলনাইয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া মনোনয়ন পাওয়ার পর আনন্দ মিছিলে অংশগ্রহণ।
উক্ত আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন
রফিকুল আলম মজনু, আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
বেলাল আহম্মদ, সহ-সম্পাদক।
জালাল উদ্দীন, সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
নুর আহম্মদ মজুমদার, আহ্বায়ক ছাগলনাইয়া পৌর বিএনপি, সহ শত সহস্র নেতৃবৃন্দ।



















