দেলুয়াবাটিকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জয় ঢাকুরিয়ার স্পোর্টিং ক্লাব

- আপডেট সময় : ১১:১৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ৬২ বার পড়া হয়েছে

এমদাদুল হক ক্রাইম রিপোর্টার মনিরামপুর: যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী ঢাকুরিয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জমজমাট লড়াইয়ে ৪-১ গোলে বিজয় ছিনিয়ে নিয়েছে স্বাগতিক দল ঢাকুরিয়া স্পোর্টিং ক্লাব। শক্তিশালী প্রতিপক্ষ দেলুয়াবাটি ফুটবল একাদশকে নকআউট পর্বের এ চূড়ান্ত খেলায় স্পষ্ট ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয় তারা।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে ঢাকুরিয়া মিনি স্টেডিয়ামে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রথমার্ধে দুই দলই রক্ষণাত্মক খেলা খেললেও দ্বিতীয়ার্ধে ঢাকুরিয়া স্পোর্টিং ক্লাব দুর্দান্ত আক্রমণাত্মক খেলায় মাঠের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে চাপে ফেলে দেয় তারা। খেলার নির্ধারিত সময়ের মধ্যেই স্বাগতিক একাদশের খেলোয়াড়রা চারটি দৃষ্টিনন্দন গোল করে। দেলুয়াবাটি একাদশ একটি গোল করে সম্মান রক্ষা করলেও হার এড়াতে পারেনি।
খেলা শেষে এক মনোজ্ঞ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সভাপতি মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক এস এম তাজাম্মুল, ঢাকুরিয়া বণিক সমিতির সাধারণ সম্পাদক এবং ঢাকুরিয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি আবিদুর রহমান টুকুন, সাংবাদিক সাজ্জাদুল ইসলাম, শিক্ষক হাজ্জাজ বিন সুলাইমান, সমাজসেবক আঃ সামাদ মোড়ল, সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক মুন্নাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে ঢাকুরিয়া স্পোর্টিং ক্লাবের এমন সুন্দর আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন ক্রীড়া উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
খেলা উপভোগ করতে মাঠজুড়ে উপস্থিত ছিলেন হাজারো দর্শক, যারা প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন করতালিতে। খেলোয়াড়দের পারফরম্যান্সে উচ্ছ্বসিত দর্শকরা পুরো মাঠ জুড়ে প্রাণের সঞ্চার করেন।