সংবাদ শিরোনাম :
দেবহাটার বাহেরা বাজারে মর্মান্তিক পরিবহন- পিক আপের সংঘর্ষে আহত—৭

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:৫০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে

জোবায়ের বিন আব্বাস, দেবহাটা প্রতিনিধি সাতক্ষীরা:দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা বাজারের তালবাগান নামক স্থানে পরিবহনের সাথে পিক আপ এর মুখোমুখি সংঘর্ষ আনুমানিক ৭ জন আহত হয়েছে। ২৬ মে সোমবার সকাল সাড়ে ১০ টায় এ দূঘটনা ঘটে।
প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়, শ্যামনগর থেকে ছেড়ে আসা ঢাকা গামী হামদান পরিবহন যশোর ব ১১—০১৯৯ এবং সাতক্ষীরা থেকে ছেড়ে আসা কালিগঞ্জ গামী পিক আপ ঢাকা মেট্রো ড ১২—৪৪৭৬ এর মধ্যে এ সড়ক দুর্ঘটনা ঘটে। তারা জানান, শ্যামনগর থেকে ছেড়ে আসা হামদান পরিবহন অপরদিক থেকে আসা একটি রেনু পোনা বোঝাই পিক আপকে সজোরে ধাক্কা দিলে পিকআপটি রাস্তার পাশে দুমড়ে মুছড়ে পড়ে যায়। এতে ট্রাকের ড্রাইভার সহ ৫ থেকে ৭ জন গুরুতর হয়। আহতরা স্থানীয়দের সহযোগিতায় সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।