দেবহাটায় শহীদ আসিফ হাসানের কবরে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা

- আপডেট সময় : ১১:০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে

জি এম আব্বাসউদ্দিন,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া আসিফ হাসান-এর স্মরণে উপজেলা প্রশাসনের আয়োজন
জুলাই মাসজুড়ে চলছে নানা কর্মসূচি। এরই অংশ হিসেবে ৫ই আগস্ট সোমবার সকাল ৯ টায় বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ নিয়ে শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পরে দেবহাটা উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত
উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ, এ সময় আরো উপস্থিত ছিলেন, সখিপুর সরকারি খানবাহাদুর আহছানউল্লাহ কলেজ এর অধ্যক্ষ অলোক কুমার ব্যানাজী, দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটার মাহবুব আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ এর অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, পারুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, ,দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,এসময় আরো উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজ, সমাজ সেবা অফিসার তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন সহ প্রশাসনে কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ।উপস্থিত ছিলেন।