দেবহাটায় নিহত আসিফ হাসানের বাড়িতে কেন্দ্রীয় সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ কবর জিয়ারত করলেন

- আপডেট সময় : ০৭:৪২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ১২৫ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন, নিজস্ব প্রতিনিধি:-
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বযক সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ও নর্দান ইউনিভার্সিটির শিক্ষকরা নিহত শহীদ আসিফ হাসান এর বাড়িতে যান এবং তার কবর জিয়ারত করেন । সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার আশকারপুর গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আসিফ হাসান এর বাড়িতে সোমবার (১২ আগস্ট) বেলা ১১ঃ৩০ টায় নিহত আসিফের বাড়িতে যান নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর তালেব হোসেন ও শিক্ষক মোহাম্মদ রাকিব হাসান, কেন্দ্রীয় সমন্বয়ক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদুল হাসান মাহমুদ, নর্দান বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আহসান নাঈম, শাকিব, রাকিব প্রমূখ ছাত্রবৃন্দ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এ সময়ে নিহত আসিফ হাসানের বাড়ির পরিবারের সাথে দেখা করে খোঁজখবর নেন এবং পরে তার কবর জিয়ারত করেন। এদিকে কালিগঞ্জ উপজেলার ফুলতলা মোড় ও তারালি মোড়ে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট দলের শিক্ষার্থীরা যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্ব পালন করেন । মোটরসাইকেলে যাতায়াতকারী যাদের মাথায় হেলমেট নেই তাদেরকে হেলমেট পড়ে যাতায়াতের কথা বলেন।