দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫, আলোচনা ও পুরস্কার বিতরণ

- আপডেট সময় : ০৬:৫৬:২২ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে

জি এম আব্বাস উদ্দিন,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫, উৎযাপন উপলক্ষ্যে র্যালী,আলোচনা ও শ্রেষ্ঠ মৎস্য চাষীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
১৮ ই আগষ্ট সোমবার সকাল ১০ টায় উপজেলা মসজিদ কমপ্লেক্স ভবনের নিচ তলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ত করেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ। সকাল ৯.৩০ ঘটিকায় দেবহাটা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মসজিদ চত্বরে এসে শেষ হয় এবং উপজেলা পুকুরে কাপ জাতীয় রুই, কাতল ও মৃগেল মাছ অবমুক্ত করেন। পরে আলোচনা সভা ও শ্রেষ্ঠ মৎস্য চাষীদের পুরস্কার বিতরণ করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা আবুবক্কর সিদ্দিক, বিএনপি নেতা ও পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন। উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম হাফেজ জি এম আব্বাস উদ্দিন সাবেক সাধারণ সম্পাদক ভোমরা স্থল বন্দর প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা খাদ্য কর্মকর্তা শাহীনা খাতুন, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সঞ্জয় কুমার মন্ডল সহ উপজেলার বিভিন্ন সফল মৎস্যচাষীরা। অনুষ্ঠান শেষে সফল পাবদা মৎস্য চাষী গোলাম ফারুক সরদার, সফল কার্প মৎস্য চাষী রিয়াজুল ইসলাম ও মিজানুর রহমান সহ কয়েক জন মৎস্য চাষীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা একাডেমি সুপার ভাইজার মিজানুর রহমান। আরো উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন পেশাজীবী গণ্যমান্য ব্যক্তিরা।