দেবহাটা বিদ্যুতের শর্ট খেয়ে এক ব্যক্তির মৃত্যু

- আপডেট সময় : ১১:০০:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে

জোবায়ের বিন আব্বাসঃ- ১৪ ই আগস্ট সন্ধ্যা সাতটার সময় শ্রীপুরগামী রোডের ধারে সুফিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে জি এফ সি ফ্যানে শট খেয়ে এনাম পুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে ইব্রাহিম ২৬ মৃত্যু বরণ করেন। ওই ওয়ার্কশপে তিনজন কর্মচারী কাজ করতো এনামপুরের রিপন ও ইব্রাহিম অন্য এক পাঁচপোতা গ্রামের রাশেদ। জায়গায় আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে ইব্রাহীম ফ্যানে বাতাস খাওয়ার জন্য ফ্যানটা হাত দিয়ে ঘুরাতে যে ফ্যান বডি হওয়ার কারণে বিদ্যুতে স্পর্শ হয়ে সে অজ্ঞান হয়ে পড়ে। পাশে থাকা দুই কর্মচারী দ্রুত বিদ্যুতের মেন সুইচ বন্ধ করে দেয় তারা দুইজন রিপন ও রাশেদ ইব্রাহিমকে সমস্ত শরীর মেসেজ করতে থাকে এবং সে হুঁশ ফিরে দুই জনের সঙ্গে কথা বলে রিপন ও রাশে দ প্রতিবেদকে জানায় ইব্রাহিম আমাদের সঙ্গে কথা বলে এবং বলে আমার কিছু হয়নি আমার পান খেতে দাও কিন্তু তারা পান না দিয়ে ভ্যানে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে আবার অজ্ঞান হয়ে যায় হাসপাতলে নিয়ে গেলে কর্তব্য রত ডাক্তার ই সি জি করার পরে মৃত্যু ঘোষণা করেন। এদিকে সুফিয়া ইঞ্জিনিয়ারিং প্রোপাইটার হোসেন আলী সংবাদ পেয়ে দ্রুত হাসপাতালে চলে যায় ও তৎক্ষণ মৃত ইব্রাহিমের সঙ্গে তার বাড়িতে যায়। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমানসবুজ,সাংবাদিক হাফেজ জিএম আব্বাস উদ্দিন সাধারণ সম্পাদক ভোমরা স্থলবন্দর প্রেসক্লাব, ইউপি সদস্য আবুল হোসেন, মোখলেছুর রহমান মুকুল, মাস্টার সালাউদ্দিন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ সকলেই শোকাহত পরিবারের সমবেদনা জানাই এবং আগামী কাল ১০টার সময় মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।