দেবহাটা উপজেলা পাবলিক লাইব্রেরি শুভ উদ্বোধন
- আপডেট সময় : ১০:৩৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে

জিএম আব্বাস উদ্দিন,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ-দেবহাটা উপজেলার পাবলিক লাইব্রেরি শুভ উদ্বোধন করেন মাননীয় উপদেষ্টা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।২৭শে নভেম্বর (বৃহস্পতিবার) বেলা ৩.৩০ মিনিটে দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে ভার্চুয়ালের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সখিপুর খানবাহাদুর আহছানউল্লা কলেজ এর অধ্যক্ষ অলোক কুমার ব্যানাজির প্রতিনিধি কে বি এ কলেজের প্রভাষক আবু তালেব, দেবহাটা উপজেলা সমাজ সেবা অফিসার তরিকুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী গোলাম ফারুক বাবু, দেবহাটা বিবিএমপি ইনস্টিটিউট হাইস্কুলে প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কবি শেখ হাবিবুল বাশার ও সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ আমিরুল ইসলাম ও দেবহাটা রিসোর্ট ইনস্ট্রাক্টর মহিতোষ কর্মকার। এসময় উপজেলা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা- কর্মচারী বৃন্দরা উপস্থিত ছিলেন।



















