সংবাদ শিরোনাম :
দুই দিন ধরে নিখোঁজ খাগড়াছড়ি জেলা মানিকছড়ি সদর খীলের সোহেল

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:০৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ১৬১ বার পড়া হয়েছে

মো:আবদুল জলিল, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি; গতকাল শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের ছদুরখীল এলাকার আব্দুল রহিম @ গফুর আনসারের নাতি মো. সোহেল (১৪)।
পরিবার জানায়, শুক্রবার সন্ধ্যায় ছদুরখীল নানা গফুরের বাড়ি থেকে (ঘোরখানার পাশে) গোরখানা দোকানে যায়। এর পর থেকে তাকে আর খোঁজে পাওয়া যায়নি। তার পড়নে ছিল সাদা-বেগুনি কালারের চেক শার্ট ও জিন্স প্যান্ট ছিল।