দিরাইয়ে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায়:তাহির রায়হান চৌধুরী পাবেল

- আপডেট সময় : ০২:১৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ দিরাই শাল্লা প্রতিনিধিঃসুনামগঞ্জের দিরাইয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
( শনিবার) ১৬ আগস্ট সকাল ৮টার সময় দিরাই পৌর শহরের শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জগন্নাথ জিউর মন্দিরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন উপজেলার বিভিন্ন মন্দির,পূজা কমিটি ও সনাতন ধর্মীয় সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষ, কিশোর-কিশোরী, এমনকি শিশুদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে শৃঙ্খধ্বনি, ঢাক-ঢোল, কীর্তন ও ভক্তিমূলক সংগীতের সঙ্গে শোভাযাত্রায় হাজারো ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই-শাল্লা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল। শোভাযাত্রায় যোগ দিয়ে তিনি জন্মাষ্টমীর আনন্দে শরিক হন এবং ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেন, বাংলাদেশ বহু ধর্ম ও সংস্কৃতির মিলনভূমি। জন্মাষ্টমী আমাদের শিক্ষা দেয় সত্য, ন্যায় ও ভ্রাতৃত্বের মূল্যবোধ। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে যে আনন্দ ভাগাভাগি করে নেয়, সেটাই আমাদের ঐতিহ্য। ধর্ম যার যার, উৎসব সবার—এই বিশ্বাস থেকেই আমাদের সামাজিক সম্প্রীতি আরও শক্তিশালী হোক।”
শোভাযাত্রা ঘিরে দিরাই শহরে উৎসবের আমেজ বিরাজ করে। ভক্তরা জানান, প্রতিবছরের মতো এবারও জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা, গীতাপাঠ, কীর্তন ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে।
শোভাযাত্রা শেষে স্থানীয় মন্দির প্রাঙ্গণে ভক্তরা বিশেষ প্রার্থনায় অংশ নেন। দেশ ও জাতির কল্যাণ, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তির জন্য প্রার্থনা করা হয়।