ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দিরাই চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধারসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে

তৌফিকুর রহমান তাহের দিরাই-শাল্লা প্রতিনিধি:
সুনামগঞ্জ দিরাই থানা পুলিশের বিশেষ অভিযানে চোরে নেয়া মোটরসাইকেল উদ্ধারসহ ৩জনকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ।

আজ দিরাই থানা পুলিশের প্রেস রিলিজে জানা যায় দিরাই থানার চার্জ অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার দাস এর দিক নির্দেশনায় দিরাই এসআই (নি:) নিউটন মৃধা, এএসআই  (নি:) সুব্রত পাল সঙ্গীয় ফোর্সসহ দিরাই থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দিরাই থানার মামলা নং-০৭, তারিখ-১১/০৬/২০২৫ খ্রি. ধারা-৩৮০ পেনাল কোড এর চোরে নেয়া বাজাজ কোম্পানীর কালো রংয়ের ১২৫ সিসির  ডিসকোভার পুরাতন ০১ (এক) টি মোটর সাইকেল, যার ইঞ্জিন নং-JZZWCF 47571. চেচিস নং-MD2A15BZOCWF 94551.রেজিঃ নং-সিলেট-হ-১৩-৫৫২২. মূল্য অনুমান ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা উদ্ধার সহ বর্ণিত মামলার এজাহারনামীয় আসামী ১/আফাজ মিয়া (২৫), পিতা-মোঃ নুর মিয়া, সাং-ঘাগটিয়া (মরাখালী), দিরাই পৌরসভা, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ ও তদন্তে সন্দিগ্ধ আসামী ২/(হুসাইন আহমদ রুয়েল প্রকাশ ময়না মিয়া (২৩), পিতা-কুটি মিয়া, সাং-কালধর,ইউ/পি-জগদল, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ,৩/ ফয়জুর রহমান (৩২), পিতা-আব্দুল মতিন, সাং-তেতৈয়া, ইউ/পি-কুলঞ্জ, থানা-দিরাই,সুনামগঞ্জ।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জনাব মো.আব্দুর রাজ্জাক বলেন,
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

দিরাই চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধারসহ গ্রেফতার ৩

আপডেট সময় : ০৬:৪৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

তৌফিকুর রহমান তাহের দিরাই-শাল্লা প্রতিনিধি:
সুনামগঞ্জ দিরাই থানা পুলিশের বিশেষ অভিযানে চোরে নেয়া মোটরসাইকেল উদ্ধারসহ ৩জনকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ।

আজ দিরাই থানা পুলিশের প্রেস রিলিজে জানা যায় দিরাই থানার চার্জ অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার দাস এর দিক নির্দেশনায় দিরাই এসআই (নি:) নিউটন মৃধা, এএসআই  (নি:) সুব্রত পাল সঙ্গীয় ফোর্সসহ দিরাই থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দিরাই থানার মামলা নং-০৭, তারিখ-১১/০৬/২০২৫ খ্রি. ধারা-৩৮০ পেনাল কোড এর চোরে নেয়া বাজাজ কোম্পানীর কালো রংয়ের ১২৫ সিসির  ডিসকোভার পুরাতন ০১ (এক) টি মোটর সাইকেল, যার ইঞ্জিন নং-JZZWCF 47571. চেচিস নং-MD2A15BZOCWF 94551.রেজিঃ নং-সিলেট-হ-১৩-৫৫২২. মূল্য অনুমান ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা উদ্ধার সহ বর্ণিত মামলার এজাহারনামীয় আসামী ১/আফাজ মিয়া (২৫), পিতা-মোঃ নুর মিয়া, সাং-ঘাগটিয়া (মরাখালী), দিরাই পৌরসভা, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ ও তদন্তে সন্দিগ্ধ আসামী ২/(হুসাইন আহমদ রুয়েল প্রকাশ ময়না মিয়া (২৩), পিতা-কুটি মিয়া, সাং-কালধর,ইউ/পি-জগদল, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ,৩/ ফয়জুর রহমান (৩২), পিতা-আব্দুল মতিন, সাং-তেতৈয়া, ইউ/পি-কুলঞ্জ, থানা-দিরাই,সুনামগঞ্জ।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জনাব মো.আব্দুর রাজ্জাক বলেন,
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।