দিনাজপুরে বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইস্তিসকার)আদায়

- আপডেট সময় : ০৫:২৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোটার
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা রাণীরবন্দরে উৎকর্ষ রেসিডেন্সিয়াল ইসলামিক স্কুল মাঠে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় হয়েছে।
তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। তীব্র গরমে বৃষ্টি প্রত্যাশা করে ইস্তিস্কার নামাজ আদায় করেছেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৬ টার দিকে উৎকর্ষ রেসিডেন্সিয়াল ইসলামিক স্কুল মাঠে খোলা আকাশের নিচে এ নামাজের আয়োজন করেন স্কুল কৃর্তপক্ষ।
এতে বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক মুসল্লি অংশ নেন। ইস্তিস্কার নামাজ ও বৃষ্টির জন্য দোয়া পরিচালনা করেন শায়ক নাহিদ বিন বেলাল হাফীয্বাহুল্লাহ, ইস্তিস্কার নামাজ শেষে বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় মুসল্লিরা হাউমাউ করে কেঁদে কেঁদে বৃষ্টি প্রত্যাশায় দোয়া করেন। ওই নামাজে উপস্থিত ছিলেন, উৎকর্ষ রেসিডেন্সিয়াল ইসলামিক স্কুলের সভাপতি,পরিচালকগণ, প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক,হিফয বিভাগের শিক্ষার্থীসহ শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি।
স্থানীয়রা জানান, বৃষ্টির অভাবে জনজীবন অতিষ্ঠ, খাল-বিল, নদী-নালা শুকিয়ে চৌচির হয়েছে। পানির অভাবে চাষাবাদও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে মাঠের ফসল। এ কারণেই আল্লাহ তায়ালার দরবারে বৃষ্টি চেয়ে এলাকাবাসী খোলা মাঠে নামাজ আদায় ও দোয়ার আয়োজন করেন।