দামুড়হূদা কুড়ালগাছি ইউনিয়ন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি উভয় পক্ষে পাল্টাপাল্টি অভিযোগ

- আপডেট সময় : ০৫:৫৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ৭০ বার পড়া হয়েছে

এম হাশেম,ক্রাইম রিপোর্টার চুয়াডাঙ্গা:-
দামুড়হূদা চাকলিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি ও ঘরবাড়ি ভাঙচুর উভয়পক্ষে পাল্টাপাল্টা দর্শনা থানা য় লিখিত অভিযোগ করেছেন জানা গেছে দামুড়হুদা কুড়ালগাছি ইউনিয়নে চাকুলিয়া গ্রামের হেলাল পিতা মৃত মনসুর আলী গত ৪/৭/২৫ ইৎ শুক্রবার বেলা ১১ঃ০০ টার দিকে নিজ গ্রামে হইতে ইজিবাই কে করে কার্পাসডাঙ্গা বাজারে যাবার সময় একই গ্রামে মহিমের বেয়াইন বিলকিস খাতুন আত্মীয়বাড়ি
থেকে কুতুবপুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ইজিবাইক ওঠেন এ সময় হেলালের মনে অপরিচিত মধ্য বয়সে মেয়ে দেখে তার সন্দেহ হয় তখন হেলাল মেয়েটির জিজ্ঞাসা করেন কোথায় যাবেন এক পর্যায়ে কথা কাটাকাটি হয়ে মীমাংস হয়ে যায় পরে সন্ধ্যায় সময় হেলালের বাড়ি থেকে ডেকে মিলন আলী ও মহিম আলী সহ ১০/১৫ জন হেলালকে মারধর করে এ সময় হেলালের ছেলে মিনারুল ঘটনাস্থলে আসলে মিলন আলী ধারালা হাশুয়া দিয়ে মিনারুলের ২০ বাম কানে কোপ মারে কান বাম কান কেটে মাটিতে পড়িয়া যায় এ সময় মিনারুল গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে মিনারুল কে চুয়াডাঙ্গায় সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন মিনারুলের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় হাসপাতালে ভর্তি করা প্রতিক্রিয়া চলছে মিনারুল আব্বা হেলাল বাদী হয়ে দর্শনা থানায় এজাহার দায়ের করেন ১ নম্বর আসামি মিলন ২ নম্বর আসামি।মহিম লো আটজেন নামে অভিযোগ করা হয়েছে মিনারুলের অঙ্গহানি স্বর্ণের চেইন ঘর বাড়ি ভাঙচুর এদিকে দ্বিতীয় পক্ষ মহিম দর্শন থানা অভিযোগ করেছেন হেলাল সহ ৫/৭ জনের নামে বাড়ি ঘর থালা বাটি ভাঙচুর সহ লুটপাটের করেছেন বলে অভিযোগ করেছেন এই ঘটনার পর থেকে মহিমের বাড়ির লোকজন গতকাল রাত থেকে ভয়ে বাড়ি ফিরতে পারছেনা বলেও জানাই স্থায়ীয়রা