দাফনের দেড় মাস পর যুবকের মরদেহ উত্তোলন

- আপডেট সময় : ০৪:১৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে

নিজেস্ব সংবাদদাতা:-
*সাঘাটা থানার ওসি (তদন্ত) আব্দুস সালাম বলেন, ‘ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে নিহতের ঘটনায় ওই যুবকের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়েছে। তদন্তের স্বার্থে আজ কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে।*
গাইবান্ধায় দাফনের প্রায় দেড় মাস পর এক যুবকের মরদেহ কবর থেকে তোলা হয়েছে।
উপজেলার কোমড়পুর (তুলসিঘাট) এলাকা থেকে শনিবার দুপুরে আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করেন সংশ্লিষ্টরা। এর আগে গত ১৯ এপ্রিল ওই যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হন বলে জানায় পুলিশ।
প্রাণ হারানো সাদেক হোসেন (২২) ওই এলাকার মো. আকবর আলীর ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল সাদেক এবং আকাশ নামের এক যুবক বাইকে করে ঘুরতে বের হন। একপর্যায়ে সাঘাটা উপজেলার ভাঙ্গামোড় এলাকায় একটি ট্রাক্টরের সঙ্গে বাইকের ধাক্কা লেগে নিহত হন সাদেক।
পরে এ ঘটনায় নিহতের বড় ভাই মোশাররফ হোসেন ওই দিন সাদেকের সঙ্গে থাকা আকাশকে একমাত্র অভিযুক্ত করে গাইবান্ধার আদালতে একটি হত্যা মামলার আবেদন করেন। পরে আদালতের নির্দেশে গত ১০ মে সাঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।
আকাশ সদর উপজেলার ফুলবাড়ি গ্রামের বাসিন্দা।
মরদেহ তোলার বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ওসি (তদন্ত) আবদুস সালাম বলেন, ‘ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে নিহতের ঘটনায় ওই যুবকের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়েছে। তদন্তের স্বার্থে আজ কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়।