দাগনভূঞায় বিএনপির ভাইস চেয়ারম্যান মিন্টুর গাড়িবহরে হামলা
- আপডেট সময় : ০২:২৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ স্টাফ রিপোর্টার ফেনী: ট্রাক দিয়ে সড়ক অবরোধ ও দুই পক্ষের সংঘর্ষে উত্তেজনা; সেনাবাহিনী-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে
দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ফেনীর দাগনভূঞা পৌরসভার জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
সিলোনিয়া বাজারে পথসভা শেষে মিন্টুর গাড়িবহর দাগনভূঞা বাজার অতিক্রম করার সময় প্রতিপক্ষ দলীয় নেতাকর্মীরা বালুবোঝাই ট্রাক দাঁড় করিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় মিন্টুর সমর্থক এবং বহিষ্কৃত জেলা ছাত্রদলের নেতা কাজী জামশেদুর রহমান ফটিকের অনুসারীদের মধ্যে হাতাহাতি ও উত্তেজনা সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাক সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। পরে মিন্টুর গাড়িবহর তুলাতুলি বাজারের দিকে অগ্রসর হয়।
দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন অভিযোগ করেন, জেলা বিএনপির নেতারা ঘটনাস্থলে না থাকায় মনে হচ্ছে তাদের ইন্ধনেই এ হামলা হয়েছে।
অপরদিকে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফটিক জানান, মিন্টুর করা একটি মামলায় জামিনে মুক্ত হয়ে তাদের সংবর্ধনা অনুষ্ঠানস্থলের পাশ দিয়ে মিন্টুর গাড়িবহর যাওয়ার সময় বিনা উস্কানিতে তাদের কর্মীর ওপর হামলা হয়, এতে পাঁচজন আহত হন।
জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, দলের শীর্ষ নেতার ওপর হামলা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। এ ঘটনায় সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান, পুলিশ দ্রুত সড়ক থেকে ট্রাক সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক, তবে কোনো পক্ষই এখনও অভিযোগ করেনি।
উপজেলা বিএনপির কমিটি গঠন নিয়ে গত এক বছর ধরে মিন্টু ভাই আকবর হোসেন এবং ফটিক গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর আগেও এ নিয়ে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে।


















