দক্ষিণ দেওয়ানপুর সর্বমঙ্গলা শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী মন্দিরে বিশ্বশান্তি গীতাযজ্ঞ উদযাপন
- আপডেট সময় : ০৩:৫৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ২৫ বার পড়া হয়েছে

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):
দক্ষিণ দেওয়ানপুর সর্বমঙ্গলা শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও শ্রী শ্রী কালী মায়ের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। দুই দিনব্যাপী এই ধর্মীয় উৎসবে অংশ নেন হাজারো ভক্ত, পূজারি ও শুভানুধ্যায়ী।
উৎসবের প্রথম দিন ভোর ৫টায় মায়ের মঙ্গল আরতি ও বাল্যভোগের মাধ্যমে অনুষ্ঠানসূচি শুরু হয়। দুপুরে রাজভোগ নিবেদন ও ভোগ আরতি অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে ভক্তদের উপস্থিতিতে। সন্ধ্যা ৭টায় মায়ের সন্ধ্যা আরতি ও মঙ্গল শীতল ভোগ, রাত ৮টায় দামোদর ও ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন, গঙ্গাপূজা ও মঙ্গল ঘট পূরণ সম্পন্ন হয়। রাত ৯টায় অনুষ্ঠিত হয় সর্বমঙ্গলা শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী পূজার শুভ অধিবাস।
দ্বিতীয় দিনের সূচনা হয় ভোরে মায়ের মঙ্গল আরতি ও বাল্যভোগ নিবেদন দিয়ে। সকাল ১০টায় অনুষ্ঠিত হয় বিশেষ পূজা ও মায়ের মহা স্নান, একই সঙ্গে শুরু হয় শ্রী শ্রী চণ্ডীপাঠ। সকাল ১১টায় আয়োজিত হয় বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ।
অনুষ্ঠানে বিশ্বশান্তি গীতাযজ্ঞ পরিবেশন করেন হাটহাজারী ফতেয়াবাদ শ্রী শ্রী ব্রহ্মানন্দ যোগাশ্রম ও মুক্তিকেশী বিগ্রহ মন্দিরের অধ্যক্ষ ও সভাপতি শ্রীমৎ স্বামী বিরেশ্বরানন্দ মহারাজ। দুপুরে রাজভোগ নিবেদন ও ভোগ আরতি শেষে ভক্তদের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করা হয়। রাতে মায়ের সন্ধ্যা আরতি ও ভবতারিণী মায়ের পূজার মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ মহোৎসবের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মায়ের চরণাশ্রিত সন্তান অভি দে সহ অসংখ্য ভক্তবৃন্দ। দীপাবলির শুভক্ষণে সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও ধর্মপ্রাণ মানুষ মায়ের কাছে বিশ্বশান্তি ও কল্যাণ কামনা করেন।




















