তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন: প্রতীক পেয়ে শুরু প্রচার- প্রচারণা
																
								
							
                                - আপডেট সময় : ১০:২০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে
 

আশরাফ উদ্দিন বরিশাল বিভাগীয় প্রতিনিধি:-
ও সাবেক ইউপি সদস্য পবিত্র রানী রায় (কলস)। উপজেলা স্বে”ছাসেবক লীগের উপ-মহিলা বিষয়ক সম্পাদক মনিকা সরকার (হাঁস প্রতীক)। নিয়ে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।প্রতীক পেয়ে প্রচার প্রচারণা ও জনসংযোগ করেছেন। পোস্টার টানানো ও নিয়ম মেনে মাইকে প্রচার প্রচারণা চালাচ্ছেন। বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা ভোট ও দোয়া প্রার্থনা করছেন। সেই সঙ্গে উঠান বৈঠক ও নির্বাচনি সভা অনুষ্ঠিত হচ্ছে। হাটবাজার, চা-পানের দোকান ও হোটেল-রেস্টুরেন্টগুলো এখন নির্বাচনী হাওয়া সরগরম।সাবেক মেয়র,উপজেলা সাধারন সম্পাদক বলেন,এ উপজেলার উন্নয়নে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করব এবং গৌরনদী উপজেলাকে স্মার্ট গৌরনদীতে রুপান্তর করবো ইশ্নাআল্লাহ সে লক্ষ্যে প্রচার-প্রচারণা নেমেছি। আরেক প্রার্থী মনির হোসেন মিয়া বলেন, উপজেলার জনসাধারণ আমাকে চায়। তাদের সুখে-দুঃখে অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকতে চাই। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত,আগৈলঝাড়া উপজেলাকে স্মার্ট করার লক্ষে কাজ করে যাচ্ছি। অতীতের মতো ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো,এমনই ভাবে ভোটারদের কাছে প্রার্থীরা প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
																			
										

























