তিনি ত্বরিকতের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন রাউজানে সাবেক ইউপি সদস্য নবী মেম্বারের ইন্তেকাল

- আপডেট সময় : ০৪:৪৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

মিলন বৈদ্য শুভ,রাউজান, চট্টগ্রাম (প্রতিনিধি)
রাউজান উপজেলার ২নং ডাবুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ হিঙ্গলা হাজী আহমদুর রহমান সিকদার বাড়ির
মরহুম আহমদ মিয়ার কনিষ্ঠ পুত্র, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ডাবুয়া হিঙ্গলা শাখার প্রতিষ্ঠাকালিন সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল নবী মেম্বার ১১ আগস্ট সোমবার
সকাল ৯টায় চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না–রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০বছর। মৃত্যুকালে তিনি ১ ভাই, স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, জামাতা, ভাতিজা নাতিনাতনি সহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। একইদিন বাদে আসর হিঙ্গলা বিসিনি মাতা জামে মসজিদ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফনকার্য সম্পাদন করা হয়। জানাজায় উপস্থিত হয়ে শোক প্রকাশ করেন আওলাদে গাউছুল আজম মাইজভাণ্ডারী শাহাজাদা সৈয়দ ইস্কান্দর মির্জা মুকুট আল মাইজভাণ্ডারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও বীমা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সুলতান আহমেদ, সাবেক কাউন্সিলর রেজাউর রহিম আজম, সাবেক ইউপি সদস্য বেলাল চৌধুরী, শাহ এমদাদীয়া চট্টগ্রাম জেলা কার্যকরি সংসদের দপ্তর সম্পাদক আব্দুল করিম, মরহুমের বড়ভাই হাজী আব্দুস ছমদ, রাউজান উপজেলা কার্যকরি সংসদের সভাপতি ইউনুছ মিয়া, দারুত্বায়ালীম প্রতিনিধি মোহাম্মদ আলী আকবর মাষ্টার, মোহাম্মদপুর দায়রা শাখার সভাপতি ফোরকান কোম্পানি, হাসেম মেম্বার, সুলতানপুর দায়রা শাখার সভাপতি আমিনুল ইসলাম বখতিয়ার, ডাবুয়া হিঙ্গলা শাখার সভাপতি আবু সওদাগর, সাধারন সম্পাদক মনছুর উদ্দীন, সহ সভাপতি জহিরুল আলম, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ কামাল, মরহুমের মেঝ ছেলে আজিম উদ্দিন, ছোট ছেলে ওসমান গনি বাপ্পি। পরিবারের পক্ষ থেকে জানাজায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও মরহুমের জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে মোহাম্মদ নাজিম উদ্দীন। জানাজার নামাজে ইমামতি করেন শাহ্ এমদাদীয়া চট্টগ্রাম জেলা কার্যকরি সংসদের দারুত্বায়ালীম প্রতিনিধি মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন। এছাড়াও উনার মৃত্যুতে শাহ এমদাদীয়া রাউজান উপজেলা কার্যকরি সংসদ, ডাবুয়া হিঙ্গলা শাখা, সুলতানপুর দায়রা শাখা, কলমপতি শাখা, গাউছিয়া কমিটি, গাউছিয়া শাহাজহান মঞ্জিল, ব্যবসায়ী সংগঠন সহ বিভিন্ন সামাজিক ও তরিকত সংগঠনের পক্ষ থেকে শোকবার্তা প্রদান করা হয়।