ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

তামান্নার বিয়ের পিঁড়িতে আর বসা হলো না যেতে হলো কবরে‌

বিডি চিত্র ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০৩ বার পড়া হয়েছে

আব্দুল মালেক সিনিয়র প্রতিনিধি: চট্রগ্রাম সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাট এলাকার ইসরাত জাহান তামান্নার (২২) সঙ্গে আগামী ১৬ ডিসেম্বর বিয়ের দিন ধার্য ছিল ওমানপ্রবাসী যুবক মোহাম্মদ সাহেদের। বিয়ের অনুষ্ঠানের জন্য কমিউনিটি সেন্টার ভাড়া করা হয়। ওমান থেকে দেশে ফেরার প্রস্তুতি নেন সাহেদ। কিন্তু কে জানত, এর মধ্যেই ডেঙ্গু কেড়ে নেবে তামান্নার প্রাণ! তামান্নার মৃত্যুর খবর শুনেও দেশে এসেছেন সাহেদ। তবে অংশ নিয়েছেন হবু স্ত্রীর জানাজায়।

তামান্না মাদাম বিবিরহাটের দিদারুল আলমের মেয়ে। আর চট্টগ্রাম নগরীর বলিরহাট এলাকার আব্দুর রহিমের ছেলে সাহেদ।

পারিবারিক সূত্র জানায়, কয়েক দিন আগে হঠাৎ তামান্নার শরীরে জ্বর চলে আসে। দিন দিন অবস্থার অবনতি হলে একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষায় তাঁর ডেঙ্গু ধরা পড়ে। পরে তাঁকে চট্টগ্রামের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হলে নেওয়া হয় আরেকটি ক্লিনিকে। এর মধ্যে আইসিইউতে থাকা অবস্থায় গত বুধবার রাতে মারা যান তামান্না।

সাহেদ জানান, বিয়ের জন্য ওমান থেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু ওমান বিমানবন্দরে পৌঁছে জানতে পারেন ডেঙ্গু কেড়ে নিয়েছেন তাঁর হবু স্ত্রীকে। তার পরও দেশের উদ্দেশ্যে রওনা হন তিনি। বৃহস্পতিবার সকালে পৌঁছান চট্টগ্রাম বিমানবন্দরে। এর পর সরাসরি তামান্নার জানাজায় অংশ নেন। সকাল ১১টার দিকে মাদাম বিবিরহাট শাহাজাহানী শাহ (র.) মাজার মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

তামান্নার মামা শাহেদ মিয়া বদি বলেন, ‘মনকে বোঝাতে পারছি না। ভাগনিকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু ভুল চিকিৎসার কারণে আমার ভাগনি মারা যায়। যেখানে আমার ভাগনি বধূ সেজে বরের বাড়িতে যেত, আজ তাকে কবরে যেতে হলো।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

তামান্নার বিয়ের পিঁড়িতে আর বসা হলো না যেতে হলো কবরে‌

আপডেট সময় : ০৮:৩৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

আব্দুল মালেক সিনিয়র প্রতিনিধি: চট্রগ্রাম সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাট এলাকার ইসরাত জাহান তামান্নার (২২) সঙ্গে আগামী ১৬ ডিসেম্বর বিয়ের দিন ধার্য ছিল ওমানপ্রবাসী যুবক মোহাম্মদ সাহেদের। বিয়ের অনুষ্ঠানের জন্য কমিউনিটি সেন্টার ভাড়া করা হয়। ওমান থেকে দেশে ফেরার প্রস্তুতি নেন সাহেদ। কিন্তু কে জানত, এর মধ্যেই ডেঙ্গু কেড়ে নেবে তামান্নার প্রাণ! তামান্নার মৃত্যুর খবর শুনেও দেশে এসেছেন সাহেদ। তবে অংশ নিয়েছেন হবু স্ত্রীর জানাজায়।

তামান্না মাদাম বিবিরহাটের দিদারুল আলমের মেয়ে। আর চট্টগ্রাম নগরীর বলিরহাট এলাকার আব্দুর রহিমের ছেলে সাহেদ।

পারিবারিক সূত্র জানায়, কয়েক দিন আগে হঠাৎ তামান্নার শরীরে জ্বর চলে আসে। দিন দিন অবস্থার অবনতি হলে একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষায় তাঁর ডেঙ্গু ধরা পড়ে। পরে তাঁকে চট্টগ্রামের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হলে নেওয়া হয় আরেকটি ক্লিনিকে। এর মধ্যে আইসিইউতে থাকা অবস্থায় গত বুধবার রাতে মারা যান তামান্না।

সাহেদ জানান, বিয়ের জন্য ওমান থেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু ওমান বিমানবন্দরে পৌঁছে জানতে পারেন ডেঙ্গু কেড়ে নিয়েছেন তাঁর হবু স্ত্রীকে। তার পরও দেশের উদ্দেশ্যে রওনা হন তিনি। বৃহস্পতিবার সকালে পৌঁছান চট্টগ্রাম বিমানবন্দরে। এর পর সরাসরি তামান্নার জানাজায় অংশ নেন। সকাল ১১টার দিকে মাদাম বিবিরহাট শাহাজাহানী শাহ (র.) মাজার মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

তামান্নার মামা শাহেদ মিয়া বদি বলেন, ‘মনকে বোঝাতে পারছি না। ভাগনিকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু ভুল চিকিৎসার কারণে আমার ভাগনি মারা যায়। যেখানে আমার ভাগনি বধূ সেজে বরের বাড়িতে যেত, আজ তাকে কবরে যেতে হলো।’