তানোরে জামায়াতের আয়োজনে সিরাতে রাসুল (স:) সেমিনার অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৫:২২:২১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

মো: এরশাদ আলী, স্টাফ রিপোর্টার, রাজশাহী:আজ ৬ই সেপ্টেম্বর, রোজ শনিবার, সকাল ০৯: ৩০ মিনিটের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখার পক্ষে থেকে সিরাতে রাসুল (স:) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। তানোর উপজেলা অডিটোরিয়াম হল রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারের বিষয় ছিল ইনসাফপূর্ণ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর অবদান। উক্ত সেমিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তানোর উপজেলার সকল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ও তানোর পৌরসভার এবং মুন্ডুমালা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অনেক নেতা কর্মী গণ উপস্থিত হন। সেমিনার টি পবিত্র কুরআন তেলায়তের মাধ্যমে শুরু হয়। উক্ত সেমিনার তানোর উপজেলার এবং রাজশাহী জেলার জামায়াতের কেন্দ্রীয় পর্যায়ের নেতা কর্মী গণ উপস্থিতিতে পুরো অডিটোরিয়াম কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।উপস্থিত প্রত্যেক আলোচক গণ নিজেদের আলোচনায় বিশ্ব নবী হযরত মোহাম্মদ (স:) এর জীবনের ও নবিজীর আদর্শ নিয়ে অতি মূল্যবান আলোচনা করেন। জামায়াতের নেতা গন আলোচনায় সারা বাংলাদেশে নবীজির জীবনের আদর্শ অনুসরণ করে সকল আলেমদের এক হয়ে এক সাথে ও এক মতে কাজ করে ইসলামী কে জয়ী করার আহ্বান জানান।
আজকের জামায়াতের এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অধ্যাপক মো: মজিবুর রহমান- সাবেক এমপি, রাজশাহী- ১ (তানোর- গোদাগাড়ী), কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী। জানা যায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি জামায়াতের সংসদ সদস্য প্রার্থী। তিনি বলেন জাতীয় নির্বাচনের আগে সঠিকভাবে সংস্কার করতে হবে, অপরাধীদের বিচার করতে হবে। সঠিক নির্বাচনের জন্য সকল প্রশাসন কে সততার সহিত কাজ করতে হবে বলে জানান তিনি। তিনি আরো বলেন গ্রাম, সমাজ, ইউনিয়ন, থানা, জেলা, রাজধানী তথা সারা বাংলাদেশের শান্তির জন্য জাতীয় সংসদে কুরআনের আইন ও নবীজির আদর্শ বাস্তবায়ন করতে হবে। সেই লক্ষ নিয়ে কাজ করার জন্য উপস্থিত জামায়াতের নেতা কর্মী গণের প্রতি আহ্বান জানান। উপস্থিত সকল নেতা কর্মী গণ নানা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সেই লক্ষে কাজ করে জামায়াতে ইসলামীকে জয়ী করার সুদৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত সেমিনারে বিশেষ অতিথি বৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন এবং দিক নির্দেশনা মূলক নানা কথা বলেন- জনাব প্রফেসর ড. মুহাম্মাদ শফিকুল ইসলাম- ইসলামিক স্টাডিজ বিভাগ- রাজশাহী বিশ্ববিদ্যালয়। জনাব ড. মো: ওবায়দুল্লাহ – সভাপতি, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন – রাজশাহী জেলা। জনাব মো: সিরাজুল ইসলাম- সভাপতি, ওলামা বিভাগ- রাজশাহী জেলা।
সেমিনারে সভাপতিত্ব করেন জনাব কাজী মাওলানা মিজানুর রহমান- সভাপতি- ওলামা বিভাগ, তানোর উপজেলা শাখা। উপস্থাপনায় ছিলেন জনাব ক্বারী মাওলানা আইয়ুব আলী- সেক্রেটারি, ওলামা বিভাগ- তানোর উপজেলা শাখা। জনাব মো: আলমগীর হোসেন- আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, তানোর উপজেলা শাখা। জনাব মো: আক্কাস আলী – সেক্রেটারি- বাংলাদেশ জামায়াতে ইসলামী, তানোর উপজেলা শাখা।
আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা আনিসুর রহমান, মোকসেদ আলী, মিজানুর রহমান, হারুনুর রশিদ, জয়নাল আবেদীন, জালাল উদ্দীন, আলাউদ্দিন, জুয়েল রানা, মাহাবুর চৌধুরী, সাদরুল ইসলাম, নাহিদ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতৃ বৃন্দ।