তরুণীকে আটকে রেখে ধর্ষণ, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

- আপডেট সময় : ০১:৪৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ১১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোটার :-
সিলেটে তরুণীকে আটকে রেখে ধর্ষণ মামলার প্রধান আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুস সালামকে (৪০) গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১ এপ্রিল) দিনগত রাত ২টায় সিলেটের গোলাপগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।
আব্দুস সালাম সিলেট মহানগরের ১১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। ধর্ষণের ঘটনায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে র্যাব-৯ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি জানান অধিনায়ক মোমিনুল হক।র্যাব জানায়, ভালো কাজ পাইয়ে দেওয়ার কথা বলে এক তরুণীকে আটকে রেখে ধর্ষণ করেন আব্দুস সালাম। এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগী কিশোরীর মা। মামলায় প্রধান আসামি করা হয় আব্দুস সালামকে। এছাড়া আরও কয়েকজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়। সোমবার দিবাগত রাতে সিলেটের গোলাপগঞ্জে অভিযান চালিয়ে সালামকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-৯ এর অধিনায়ক মোমিনুল হক জানান, আসামিকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হবে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।