ঢাবিতে ঘূর্ণিঝড় রেমালে প্রাইভেট কারে উপড়ে পড়েছে গাছ, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস

- আপডেট সময় : ০৯:১৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪ ১৫০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনের রাস্তায় আজ বিকেল আনুমানিক ৪ টার পরে অন্তত ৩ টি গাছ হেলে পড়ে। উক্ত স্থানে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারের উপর বড় একটি কাঠগাছ উপড়ে পড়ায় গাড়িটির সামনের বাঁ-পাশের বডি ক্ষতিগ্রস্ত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দ্বিতীয় গাছটি প্রক্টর অফিসের সামনে ফুটপাথের উপর উপড়ে পড়েছে। অন্যদিকে সামাজিক বিজ্ঞান চত্বরে আরো একটি গাছ হেলে পড়েছে বলে জানা যায়।
ফায়ার সার্ভিস সূত্র হতে জানা যায়, “৫ টার দিকে ঢাবি প্রক্টর কল দিয়ে জানালে আমরা ঘটনাস্থলে এসে রাস্তা থেকে গাছ সরানোর কাজ শুরু করি, গাছটি বড় হওয়ায় কাজ সম্পাদনে কিছুটা বেগ পেতে হয় আমাদের।”
অতিরিক্ত কংক্রিটায়নের ফলে এই অবস্থা হয়েছে অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের।
মলচত্বরের গাছগুলোর এভাবে হেলে বা উপড়ে পড়তে পারে বলে ধারনা করা হচ্ছে কেননা, গাছগুলো শিকড় ছড়ানোর পর্যাপ্ত জায়গা না পেয়ে গোড়া দূর্বল হয়ে যাচ্ছে, গাছের গোড়ায় পর্যাপ্ত মাটিও নেই কংক্রিটের আস্তরের কারনে।
পরিবেশ রক্ষার স্লোগানে বৃক্ষ নিধন ও কংক্রিটায়নের ব্যাপক সমালোচনা করছে ঢামা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে ঢাবি’র কিছু কিছু আবাসিক হলে সারাদিন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানা গেছে।