ঢাবি ভিসি চত্বরে গায়েবানা জানাজা পড়লেন শিক্ষার্থীরা
																
								
							
                                - আপডেট সময় : ০৬:৩১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ১২১ বার পড়া হয়েছে
 

নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বাস ভবনের সামনে কয়েক ঘণ্টা অবস্থান করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলােই) বিকাল ৪টার দিকে তারা সেখানে গায়েবানা জানাজা পড়েন। মঙ্গলবার সারা দেশে কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের উদ্দেশে এই জানাজা পড়া হয়।
বুধবার (১৭ জুলাই) দুপুর দেড়টা থেকে তারা ভিসি চত্বরে অবস্থান করছিলেন। বেলা ৩টার দিকে তারা স্লোগানে স্লোগানে এলাকা মুখর করে তোলেন। তারা বলতে থাকেন ‘হল আমার বাড়ি-ঘর, হল আমি ছাড়বো না’, ‘হলে হলে দুর্গ গড়ো, ছাত্রলীগ বিদায় করো’।
এসময় উপাচার্যের বাস ভবনের সামনে পুলিশকে সতর্ক অবস্থায় থাকতে দেখা যায়। উপস্থিত শিক্ষার্থীরা জানান, প্রায় সব হলে এখন আমরা (আন্দোলনকারী) অবস্থান করছি। আমরা হল ছাড়বো না। পরে ৪টার দিকে তারা গায়েবানা জানাজা পড়েন। জানাজা শেষে তারা সমবেত হয়ে টিএসসির দিকে এগোনোর চেষ্টা করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
																			
										



















