ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বলুর মেলা থেকে ভুয়া হিজড়া আটক ৪ বৃহৎ জনস্বার্থে চট্টগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফেনীতে মাদ্রাসা বোর্ড প্রধানের সাথে মাদ্রাসা প্রধানদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, সোনাগাজী পৌর শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে : প্রধান উপদেষ্টা সূফীকথা’র ব্যবস্থাপনায় আলোচনা সভা অনুষ্ঠিত ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৬ দেশ রাণীশংকৈলে নারী ও কন্যাশিশুদের মানবাধিকার রক্ষার্থে গণ শুনানি শ্যামনগরে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনি খাতুনের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন আগৈলঝাড়ায় ৭শ পিচ ইয়াবা ও ১ কেজি ৮শ গ্রাম গাঁজা ব্যবসায়ীসহ ৩ জন আটক

ঢাকা আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের গোলাগুলি, আহত ১০

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ৭০ বার পড়া হয়েছে

রাজ রোস্তম আলী,স্টাফ রিপোর্টার:-

ঢাকা সাভার আশুলিয়ায় শিল্প পুলিশের উপস্থিতিতে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১০ জন।
আহতদের উদ্ধার করে আশুলিয়ার বেরন এলাকার নারী ও শিশু হাসপাতাল, বাইপাইল বগাবাড়ি এলাকার সাহারা মডার্ন হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকেল ৩ টা ৪৫ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা সংলগ্ন জামগড়া-বাগবাড়ি আঞ্চলিক সড়কে এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।

গুলিবিদ্ধরা হলেন-কাপ্তান (১৬) ও মঞ্জু মিয়া (১৮)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। অপরদিকে মাথায় ইটের আঘাতে আহত হয়েছেন মোঃ শেখ আবু জাফর। এছাড়া দুই পক্ষের ছোড়া ইটের আঘাতে আরো ৭ জন আহত অবস্থায় চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড কারখানার ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় ছয় রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে কাপ্তান নামের এক তরুণ গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া মঞ্জু মিয়া নামে গুলিবিদ্ধ আরেকজনকে বাইপাইল বগাবাড়ি এলাকার সাহারা মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী রনি আহমেদ নামে স্থানীয় এক বাসিন্দা জানান, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে আশুলিয়া থানা তাঁতি দলের সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সাধারণ সম্পাদক মোঃ বকুল ভূইয়া ও আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি মোঃ শরীফ চৌধুরীর সক্রিয় কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় শরীফ চৌধুরীর ক্যাডার শুটার বাপ্পি, ঘাড় কাটা জুয়েল, তানভীর, রিপন, রুহুল ইসলাম মুন্সি ও মাইনুদ্দিন লিটনের নেতৃত্বে শতাধিক কিশোর গ্যাং সদস্য হাতে পিস্তল, হকিস্টিক, বড় ছোড়া নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়।

অপরদিকে বকুল ভূইয়ার ছেলে রনি ভুঁইয়া ও তাঁর লোকজনকেও পাল্টা গুলি ছুঁড়তে দেখা গেছে। ঘন্টাব্যাপী দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২
জন গুলিবিদ্ধসহ হামলা এবং ইটের আঘাতে অন্তত ১০ জন আহত হয়। গুলি ও পাল্টা গুলি বিনিময়ের একটি ভিডিও হাতে এসেছে। এতে বকুল ভুইয়া পক্ষের রনি ভুইয়া ও শরীফ চৌধুরী পক্ষের শুটার বাপ্পিকে গুলি করতে দেখা গেছে।

সূত্র জানায়, প্রীতি গ্রুপের এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড কারখানার ঝুট ব্যাবসা নিয়ন্ত্রণ করতেন আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতন হলে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিপত্রের মাধ্যমে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নেয় বিএনপি নেতা বকুল ভুইয়া। গত কয়েকদিন যাবত যুবদল নেতা শরীফ চৌধুরী ওই কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের চেষ্টা করে আসছিল।

রোববার দুপুরের পর থেকে প্রীতি গ্রুপের ওই পোশাক কারখানা থেকে শিল্প পুলিশের সহযোগিতায় ট্রাক বোঝাই করে ঝুট স্থানান্তরের কাজ করছিল বকুল ভুঁইয়ার লোকজন। পরবর্তীতে শরীফ চৌধুরীর লোকজন এসে বাধা দেয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে শরীফ গ্রুপের লোকজন গাড়ি ভর্তি মালামাল আগুন ধরিয়ে দেয়। এতে রণক্ষেত্রে পরিণত হয় ঘটনাস্থল।

ঘটনাস্থলে থাকা শিল্প পুলিশ-১ এর অফিসার ইনচার্জ ইকবাল হোসেন বলেন, সকালে নিয়মিত টহলের জন্য আমরা ঘটনাস্থলে যাই। রুটিনের অংশ হিসেবেই আমরা সেখানে ডিউটি পালন করেছি।

এ ব্যাপারে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোঃ মোমিনুল ইসলাম ভুইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। ঘটনার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

ঢাকা আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের গোলাগুলি, আহত ১০

আপডেট সময় : ০৯:২৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

রাজ রোস্তম আলী,স্টাফ রিপোর্টার:-

ঢাকা সাভার আশুলিয়ায় শিল্প পুলিশের উপস্থিতিতে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১০ জন।
আহতদের উদ্ধার করে আশুলিয়ার বেরন এলাকার নারী ও শিশু হাসপাতাল, বাইপাইল বগাবাড়ি এলাকার সাহারা মডার্ন হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকেল ৩ টা ৪৫ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা সংলগ্ন জামগড়া-বাগবাড়ি আঞ্চলিক সড়কে এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।

গুলিবিদ্ধরা হলেন-কাপ্তান (১৬) ও মঞ্জু মিয়া (১৮)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। অপরদিকে মাথায় ইটের আঘাতে আহত হয়েছেন মোঃ শেখ আবু জাফর। এছাড়া দুই পক্ষের ছোড়া ইটের আঘাতে আরো ৭ জন আহত অবস্থায় চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড কারখানার ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় ছয় রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে কাপ্তান নামের এক তরুণ গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া মঞ্জু মিয়া নামে গুলিবিদ্ধ আরেকজনকে বাইপাইল বগাবাড়ি এলাকার সাহারা মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী রনি আহমেদ নামে স্থানীয় এক বাসিন্দা জানান, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে আশুলিয়া থানা তাঁতি দলের সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সাধারণ সম্পাদক মোঃ বকুল ভূইয়া ও আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি মোঃ শরীফ চৌধুরীর সক্রিয় কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় শরীফ চৌধুরীর ক্যাডার শুটার বাপ্পি, ঘাড় কাটা জুয়েল, তানভীর, রিপন, রুহুল ইসলাম মুন্সি ও মাইনুদ্দিন লিটনের নেতৃত্বে শতাধিক কিশোর গ্যাং সদস্য হাতে পিস্তল, হকিস্টিক, বড় ছোড়া নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়।

অপরদিকে বকুল ভূইয়ার ছেলে রনি ভুঁইয়া ও তাঁর লোকজনকেও পাল্টা গুলি ছুঁড়তে দেখা গেছে। ঘন্টাব্যাপী দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২
জন গুলিবিদ্ধসহ হামলা এবং ইটের আঘাতে অন্তত ১০ জন আহত হয়। গুলি ও পাল্টা গুলি বিনিময়ের একটি ভিডিও হাতে এসেছে। এতে বকুল ভুইয়া পক্ষের রনি ভুইয়া ও শরীফ চৌধুরী পক্ষের শুটার বাপ্পিকে গুলি করতে দেখা গেছে।

সূত্র জানায়, প্রীতি গ্রুপের এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড কারখানার ঝুট ব্যাবসা নিয়ন্ত্রণ করতেন আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতন হলে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিপত্রের মাধ্যমে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নেয় বিএনপি নেতা বকুল ভুইয়া। গত কয়েকদিন যাবত যুবদল নেতা শরীফ চৌধুরী ওই কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের চেষ্টা করে আসছিল।

রোববার দুপুরের পর থেকে প্রীতি গ্রুপের ওই পোশাক কারখানা থেকে শিল্প পুলিশের সহযোগিতায় ট্রাক বোঝাই করে ঝুট স্থানান্তরের কাজ করছিল বকুল ভুঁইয়ার লোকজন। পরবর্তীতে শরীফ চৌধুরীর লোকজন এসে বাধা দেয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে শরীফ গ্রুপের লোকজন গাড়ি ভর্তি মালামাল আগুন ধরিয়ে দেয়। এতে রণক্ষেত্রে পরিণত হয় ঘটনাস্থল।

ঘটনাস্থলে থাকা শিল্প পুলিশ-১ এর অফিসার ইনচার্জ ইকবাল হোসেন বলেন, সকালে নিয়মিত টহলের জন্য আমরা ঘটনাস্থলে যাই। রুটিনের অংশ হিসেবেই আমরা সেখানে ডিউটি পালন করেছি।

এ ব্যাপারে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোঃ মোমিনুল ইসলাম ভুইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। ঘটনার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।