রাণীশংকৈলে ভাংবাড়ী ফুটকিবাড়ী বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি নির্মল পরিবেশে পাঠদান
- আপডেট সময় : ০৬:৪৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ৭২ বার পড়া হয়েছে

এ.কে.আজাদ,ঠাকুরগাঁও প্রতিনিধি:
রাণীশংকৈল উপজেলার এমপিও ভুক্ত ভাংবাড়ী ফুটকিবাড়ী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি স্থাপিত ২০০০ প্রাথমিক অনুমতি ০১-০১-২০০২
.স্বীকৃতি লাভ.০১-০১-২০০৫ইং সরেজমিন ০২নভেম্বর রবিবার দুপুরের দিকে উপজেলার অদূরে ভাংবাড়ী ফুটকিবাড়ী বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় টি দীর্ঘ ২০বছর পর অনেক চড়াই-উৎরাই পেরিয়ে ১০জন শিক্ষকের মধ্যে এ পর্যন্ত ০৫জন শিক্ষকের ও ৬ জন কর্মচারীর এমপিও ভুক্ত হয়।এবং পাঁচজন শিক্ষকের এখনো এমপিও ভুক্ত হয়নি।
এমপিও ভুক্ত হবার পর বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন দুই রুম এবং মেয়েদের শৌচাগার এখন বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণসহ অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ড দৃশ্যমান রয়েছে।
অন্যদিকে বর্তমানে বিদ্যালয়ের অবশিষ্ট সীমানা সহ
মাঠে মাটি ভরাট ও গেট নির্মাণের প্রয়োজন রয়েছে। বিদ্যালয়টিতে অষ্টম শ্রেণি পর্যন্ত ১০০% পাঠদান করা হচ্ছে বলে জানা যায়।
উক্ত স্কুলের প্রধান শিক্ষক মতিনুর রহমান সহ এলাকার সুশীল সমাজ মত প্রকাশ করেছেন যে.এ বিদ্যালয়টি নারী শিক্ষায় ভবিষ্যতে বিশেষ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন।

















