ঠাকুরগাঁও রাণীশংকৈলে ঐতিহাসিক মুজিবনগর পালিত

- আপডেট সময় : ০১:১০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে

এ কে আজাদ (ঠাকুরগাঁও প্রতিনিধি)
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসুচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে ১৭ই এপ্রিল (বুধবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদের হল রুমে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান।
সভায় মুজিবনগর দিবস বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন
উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সাবেক এমপি ও ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা জাহান লিটা,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক অধ্যক্ষ সইদুল হক,
পৌর মেয়র, মোস্তাফিজুর রহমান,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাজ উদ্দিন আহমেদ ,পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার,প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, ও মোবারক আলী প্রমুখ।
আলোচনা সভায় বিভিন্ন নেতৃবৃন্দ সহ উপজেলা পরিষদের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী শিক্ষক ও সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।