ঝিনাইদহে মামার জমি দখলের চেষ্টা, সন্ত্রাসী হুমকির অভিযোগ ভাগ্নের বিরুদ্ধে

- আপডেট সময় : ০৬:১৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে

রাসেল হোসেন,ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ফতেপুর গ্রামে জমি দখলকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ চরম আকার ধারণ করেছে।
অভিযোগ উঠেছে, উজ্জল সরদার নামে এক যুবক তার আপন মামা গোলাম মোস্তফা শলোকের জমি দখলের উদ্দেশ্যে সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হয়েছেন। এ ঘটনায় প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা।
শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন গোলাম মোস্তফা শলোক।
তিনি জানান, তার পিতা এবাদত মন্ডল জীবদ্দশায় কোনো জমি বিক্রি করেননি। বরং তার মা হালিমা খাতুন ও বোন হাসিয়া খাতুন ১৯৮৫ সালে ১৪৬ শতক জমি তার নামে রেজিস্ট্রি করে দেন।
বর্তমানে জমিটির বৈধ মালিক হিসেবে সব দলিল, নামজারি, খাজনার রশিদ ও রেকর্ড তার নামে রয়েছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গোলাম মোস্তফার ভাগ্নে উজ্জল সরদার জমিটির মালিকানা দাবি করে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছেন। কখনো সরাসরি, কখনো অস্ত্রধারী সন্ত্রাসীদের মাধ্যমে মামা, মামানি ও অন্যান্য আত্মীয়দের ভয়ভীতি দেখানো হচ্ছে।
গোলাম মোস্তফা আরও বলেন, উজ্জল সরদার অতীতে পূর্ববাংলার সামরিক কমান্ডার নিহত হানেফের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
হানেফের মৃত্যুর পর সে আলমডাঙ্গার একটি সন্ত্রাসী দলে সক্রিয় হয়। বর্তমানে জমি দখলের উদ্দেশ্যে তার ওপর প্রাণঘাতী হামলার আশঙ্কা করছেন তিনি ও তার পরিবার।
সংবাদ সম্মেলনে গোলাম মোস্তফার স্ত্রী হাসিনা বেগম, ভগ্নিপতি ফজলুর রহমান, বোন সোনাভানু, ভাগ্নি শেফালী খাতুন, কন্যা মাফিয়া খাতুন অহনা ও প্রতিবেশী বাদল মন্ডল উপস্থিত ছিলেন। তারা সবাই ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযুক্ত উজ্জল সরদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ রউফ জানান, “বিষয়টি সম্পর্কে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
তবে অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।