ঢাকা ১২:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বলুর মেলা থেকে ভুয়া হিজড়া আটক ৪ বৃহৎ জনস্বার্থে চট্টগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফেনীতে মাদ্রাসা বোর্ড প্রধানের সাথে মাদ্রাসা প্রধানদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, সোনাগাজী পৌর শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে : প্রধান উপদেষ্টা সূফীকথা’র ব্যবস্থাপনায় আলোচনা সভা অনুষ্ঠিত ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৬ দেশ রাণীশংকৈলে নারী ও কন্যাশিশুদের মানবাধিকার রক্ষার্থে গণ শুনানি শ্যামনগরে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনি খাতুনের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন আগৈলঝাড়ায় ৭শ পিচ ইয়াবা ও ১ কেজি ৮শ গ্রাম গাঁজা ব্যবসায়ীসহ ৩ জন আটক

ঝিনাইদহে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে নির্মমভাবে প্রাণ গেলো বাবার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে

রাসেল হোসেন ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ সদর উপজেলার শঙ্করপুর গ্রামে পারিবারিক জমিতে কাজ করতে গিয়ে ছেলের হাতে খুন হয়েছেন শাহাদাত হোসেন (৬৫) নামের এক বাবা। সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন শঙ্করপুর গ্রামের বাসিন্দা এবং তাইজেল হোসেন ওরফে তাজেরের পুত্র। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, তিনি সকালে তাঁর ছেলে ফয়সাল হোসেনকে নিয়ে বাড়ির পাশের জমিতে ঝালের ক্ষেতে কাজ করছিলেন। একপর্যায়ে কথা কাটাকাটির সূত্র ধরে মানসিকভাবে অসুস্থ ফয়সাল হঠাৎ ক্ষিপ্ত হয়ে কোদাল দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করেন। ঘটনাস্থলেই শাহাদাত হোসেন মারা যান।

এলাকাবাসী দ্রুত ফয়সালকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। হত্যার দৃশ্য প্রত্যক্ষ করে আতঙ্ক ও শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো এলাকা।

প্রতিবেশী আবদার হোসেন বলেন, “কাজ করতে করতে হঠাৎ ঝগড়া শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই ফয়সাল কোদাল দিয়ে আঘাত করে। রক্তে ভেসে যায় চারপাশ।”
আরেক প্রতিবেশী আলী আজম জানান, “নিহত শাহাদাত হোসেন জামায়াতে ইসলামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর ছেলে দীর্ঘদিন ধরেই মানসিক রোগে আক্রান্ত। এর আগেও সে তার মাকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছিল।”

বেতাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর হোসেন জানান, “ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলে ফয়সালকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।”

এই নির্মম ঘটনায় পুরো শঙ্করপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। একজন বাবার এমন করুণ মৃত্যু এবং ছেলের হাতে তাঁর জীবনপ্রদীপ নিভে যাওয়া এমন ঘটনা এলাকাবাসী কখনো কল্পনাও করেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

ঝিনাইদহে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে নির্মমভাবে প্রাণ গেলো বাবার

আপডেট সময় : ০৩:১১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

রাসেল হোসেন ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ সদর উপজেলার শঙ্করপুর গ্রামে পারিবারিক জমিতে কাজ করতে গিয়ে ছেলের হাতে খুন হয়েছেন শাহাদাত হোসেন (৬৫) নামের এক বাবা। সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন শঙ্করপুর গ্রামের বাসিন্দা এবং তাইজেল হোসেন ওরফে তাজেরের পুত্র। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, তিনি সকালে তাঁর ছেলে ফয়সাল হোসেনকে নিয়ে বাড়ির পাশের জমিতে ঝালের ক্ষেতে কাজ করছিলেন। একপর্যায়ে কথা কাটাকাটির সূত্র ধরে মানসিকভাবে অসুস্থ ফয়সাল হঠাৎ ক্ষিপ্ত হয়ে কোদাল দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করেন। ঘটনাস্থলেই শাহাদাত হোসেন মারা যান।

এলাকাবাসী দ্রুত ফয়সালকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। হত্যার দৃশ্য প্রত্যক্ষ করে আতঙ্ক ও শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো এলাকা।

প্রতিবেশী আবদার হোসেন বলেন, “কাজ করতে করতে হঠাৎ ঝগড়া শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই ফয়সাল কোদাল দিয়ে আঘাত করে। রক্তে ভেসে যায় চারপাশ।”
আরেক প্রতিবেশী আলী আজম জানান, “নিহত শাহাদাত হোসেন জামায়াতে ইসলামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর ছেলে দীর্ঘদিন ধরেই মানসিক রোগে আক্রান্ত। এর আগেও সে তার মাকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছিল।”

বেতাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর হোসেন জানান, “ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলে ফয়সালকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।”

এই নির্মম ঘটনায় পুরো শঙ্করপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। একজন বাবার এমন করুণ মৃত্যু এবং ছেলের হাতে তাঁর জীবনপ্রদীপ নিভে যাওয়া এমন ঘটনা এলাকাবাসী কখনো কল্পনাও করেনি।