ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কু পি য়ে জ-খ-ম

- আপডেট সময় : ০৫:২৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ ১১ বার পড়া হয়েছে

রাসেল হোসেন,ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুয়েল হোসেন (২৮) নামে এক যুবককে এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার নারিকেলবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। জুয়েল ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
আহত জুয়েলের ভাই রুবেল মিয়া জানান, বিকেলে নাস্তা করতে স্থানীয় একটি হোটেলে গেলে হোটেল মালিক শরিফুল লস্করদের সঙ্গে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে শরিফুল লস্কর, মামুন লস্কর ও সাইফুল লস্করসহ কয়েকজন মিলে হোটেলের মুগলাই পরাটা কাটার দা দিয়ে তার মাথা ও হাতে উপর্যুপরি কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুরে রেফার্ড করেন।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।