ঝিনাইদহে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় শতবর্ষি বৃক্ষ কর্তন রুখে দিল জনতা

- আপডেট সময় : ১১:১৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে

রাসেল হোসেন ঝিনাইদহ জেলা প্রতিনিধি:ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর বাজারের শতবর্ষি বয়ষী রেন্টি কড়ই গাছ কর্তনের সিদ্ধান্ত অবশেষে বাতিল করতে হলো ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসারের। ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়ন পরিষদ ভবনের পিছনে বিরাট এক ১৫০ বছর বয়সের রেন্টি কড়ই গাছ রয়েছে। যার আনুমানিক মূল্য স্থানীয়দের মতে দশ লক্ষ টাকার উপরে হবে। যার ছায়াতে এই বাজারটা ঠান্ডা হয়ে থাকে। অসাধুচক্রের কারসাজিতে সেই গাছটা কর্তনের জন্য ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার এক লক্ষ ৪০ হাজার টাকায় টেন্ডার এর মাধ্যমে বিক্রয়ের সিদ্ধান্ত নেয়। এই বিক্রয়ের সিদ্ধান্ত নিলে বাবলু নামে এক ব্যক্তি স্থানীয় দোকানদারদের সাথে কথা বলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে গাছ না কাটার জন্য গেলে উপজেলা নির্বাহী অফিসার বলে যে আপনারা লিখিত দেন যে এই গাছের নিচেই ডাল ভেঙে পড়ে কেউ যদি মারা যায় তাহলে এলাকার লোকের কোন আপত্তি নাই। উপজেলা নির্বাহী অফিসারের এই শর্তে রাজি হওয়ার পরও সে এই গাছ পুন: টেন্ডার করে। সেটা স্থানীয় জনসাধারণ জানতে পারার পর আবারো উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গেলে সে এই টেন্ডার তাদের চাপের মুখে বাতিল করতে বাধ্য হয়।
বাজারের দোকানদাররা জানান যে এই গাছ যদি কাটা হয় তাহলে গরমের সময় এই বাজারে টিকে থাকা মুশকিল হয়ে যাবে। এই গাছ হেলে পড়ে নাই এ ছোটবেলা থেকেই হেলা হয়ে জন্ম নিয়েছে।
এই বিষয়ে ঝিনাইদহ বন বিভাগের এক কর্মকর্তার সাথে কথা বললে সে বলে যে আমি এই গাছের দাম নির্ধারণ করেছি এক লক্ষ ৪৭ হাজার টাকা। ওখানকার ইউনিয়ন ভুমি কর্মকর্তা তিনি উপজেলা নির্বাহী অফিসার কে রিপোর্ট প্রদান করেছে যে এই গাছ যে কোন সময়ই ভেঙ্গে পড়তে পারে। যার কারণে আমি যাতে সহজে বিক্রি হয় সেই জন্য এক লক্ষ ৪৭ হাজার টাকা দাম দেখিয়েছি এহাতে আমার কোন লাভ বা বেনিফিট নাই।
এই প্রসঙ্গে পোড়াহাটি ইউনিয়নের ভূমি কর্মকর্তার সাথে কথা বললে সে বলে যে পাশে একটি বটগাছ আছে কয়েকদিন আগে সেটা হেলে গিয়েছে তখন এলাকার কয়েকজন আমার কাছে আসে আমি তখন এই রেন্ডি কড়ই গাছটাও হেলে গেছে এবং এটা ভেঙে ক্ষতিগ্রস্ত হতে পারে এই মর্মে একটি রিপোর্ট উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রদান করেছি। এই সময়ে পোড়হাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান উপস্থিত ছিল। এখন গতকাল এলাকাবাসী মানববন্ধন করাতে উপজেলা নির্বাহী অফিসার এই টেন্ডার বাতিল করেছে। এই গাছ কাটার ঘটনাকে কেন্দ্র করে একটি ইউটিউব চ্যানেল স্থানীয় এক বিএনপির নেতার নাম জানিয়ে প্রকাশ করায় সেই নেতা এবং দোকানদাররা ক্ষোভ প্রকাশ করে।
এই ঘটনা প্রসঙ্গে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার কে তিন চার দফা মোবাইল করলে সে মোবাইল ফোন রিসিভ না করার কারণে তার কাছ থেকে প্রকৃত ঘটনা জানা সম্ভব হয়নি।