সংবাদ শিরোনাম :
ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকায় ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার: হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশা

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০১:৩০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ৪১ বার পড়া হয়েছে

রাসেল হোসেন ঝিনাইদহ –
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে সিডাক পুকুরের পাড়ে ঝআজ ভোর ছয়টায় মধু (২২) নামের এক যুবকের ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান স্থানীয়রা । নিহত মধু ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের হিরাডাঙ্গা গ্রামের বিল্লাল হোসেন (ড্রাইভার) ছেলে।
প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, নিহত মধু পেশায় ট্রাক ড্রাইভার ছিলেন। তার মৃত্যু নিয়ে এলাকায় ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। কেউ কেউ ধারণা করছেন, রাতের বেলায় কে বা কারা তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখে যেতে পারে। আবার কেউ কেউ এটি আত্মহত্যা হতে পারে বলেও মন্তব্য করছেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং মৃত্যুর কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷