ঝালকাঠি-১ আসনে ইসলামী আন্দোলনের মোটর শোভাযাত্রা

- আপডেট সময় : ০৩:১৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ৩০ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা,রাজাপুর,ঝালকাঠী।
আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ইং সামনে রেখে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে রাজাপুর উপজেলা শহরের বাইপাস মোড় এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রার সূচনা হয়। এতে নেতৃত্ব দেন ঝালকাঠি-১ আসনের প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সেক্রেটারি মাওলানা হাফেজ ক্বারী ইব্রাহীম আল-হাদী।
শোভাযাত্রাটি রাজাপুর ও কাঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর ও কাঠালিয়া উপজেলা শাখার নেতা-কর্মীরা অংশ নেন।
নেতৃবৃন্দ জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা ইব্রাহীম আল-হাদীর পক্ষে জনগণের সমর্থন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।