ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ঝালকাঠি জেলা লেবার পার্টির আহ্বায়ক নির্বাচিত হলেন রাজাপুরের কৃতী সন্তান মিরাজ খান

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা রাজাপুর সংবাদ, ঝালকাঠি:
বাংলাদেশ লেবার পার্টি, ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী ও জেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন আহ্বায়ক কমিটিতে মোঃ মিরাজ খানকে আহ্বায়ক এবং সৈয়দ মোঃ মিলনকে সদস্য সচিব করা হয়েছে। মোঃ মিরাজ খান বর্তমানে কেন্দ্রীয় দফতর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। সৈয়দ মোঃ মিলন বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি হিসেবে আছেন।

বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটি গঠনের পর দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। নতুন কমিটির নেতারা জানিয়েছেন, তারা জেলার সর্বস্তরের জনগণের সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবেন।

এ বিষয়ে কেন্দ্রীয় নেতারা বলেন, “ঝালকাঠি জেলা লেবার পার্টি দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নতুন নেতৃত্বের মাধ্যমে এ ধারাবাহিকতা আরও বেগবান হবে।”

উল্লেখ্য, বাংলাদেশ লেবার পার্টি নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত একটি রাজনৈতিক দল এবং সাবেক ২০ দলীয় জোটের সক্রিয় শরীক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

ঝালকাঠি জেলা লেবার পার্টির আহ্বায়ক নির্বাচিত হলেন রাজাপুরের কৃতী সন্তান মিরাজ খান

আপডেট সময় : ১০:৪৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

মোঃ কামরুল হাসান রানা রাজাপুর সংবাদ, ঝালকাঠি:
বাংলাদেশ লেবার পার্টি, ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী ও জেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন আহ্বায়ক কমিটিতে মোঃ মিরাজ খানকে আহ্বায়ক এবং সৈয়দ মোঃ মিলনকে সদস্য সচিব করা হয়েছে। মোঃ মিরাজ খান বর্তমানে কেন্দ্রীয় দফতর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। সৈয়দ মোঃ মিলন বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি হিসেবে আছেন।

বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটি গঠনের পর দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। নতুন কমিটির নেতারা জানিয়েছেন, তারা জেলার সর্বস্তরের জনগণের সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবেন।

এ বিষয়ে কেন্দ্রীয় নেতারা বলেন, “ঝালকাঠি জেলা লেবার পার্টি দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নতুন নেতৃত্বের মাধ্যমে এ ধারাবাহিকতা আরও বেগবান হবে।”

উল্লেখ্য, বাংলাদেশ লেবার পার্টি নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত একটি রাজনৈতিক দল এবং সাবেক ২০ দলীয় জোটের সক্রিয় শরীক।