সংবাদ শিরোনাম :  
                            
                            জোরারগঞ্জ থানার বিশেষ অভিযানে ০৪ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং কাচের ০৮ বোতল বিদেশী মদ উদ্ধার সহ ০১জন আসামী গ্রেফতার
																
								
							
                                
                              							  প্রতিনিধির নাম									
								
                                
                                - আপডেট সময় : ০৭:৪৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪ ১০১ বার পড়া হয়েছে
 

স্টাফ রিপোর্টার:-
মীরসরাই সার্কেলাধীন জোরারগঞ্জ থানায় কর্মরত এসআই(নিঃ)/মোঃ আব্দুর রহিম সঙ্গীয় অফিসার ফোর্সসহ জোরারগঞ্জ থানাধীন ০২নং হিঙ্গুলী ইউপিস্থ পূর্ব হিঙ্গুলী রসুলপুর সাকিনে জনৈক বাবুলের দোকানের ২০০ গজ পশ্চিম পাশে ইটের সলিং রাস্তার উপর হতে গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে (ক) ০৪ (চার) বোতল ভারতীয় ফেন্সিডিল, ওজন ৪০০ মিঃলিঃ, মূল্য অনুমান ৮,০০০/- (আট হাজার) টাকা এবং (খ) কাচের ০৮(আট) বোতল বিদেশী মদ, যাহার ওজন ০৬(ছয়) লিটার, মূল্য অনুমান ১৬,০০০/-(ষোল হাজার) টাকা সহ আসামী মোঃ কামরুল হোসেন(৩০) কে গ্রেফতার করত: নিজ হেফাজতে নেন।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।
																			
										
























