জুলাই – আগষ্ট গণ অভ্যুথানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণ কারীদের জন্য আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

- আপডেট সময় : ১২:৩৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে

মো: এরশাদ আলী, স্টাফ রিপোর্টার।
আজ পহেলা জুলাই ২০২৫, রোজ মঙ্গলবার। বাংলাদেশ জামায়াতে ইসলামি রাজশাহী জেলার তানোর উপজেলা শাখার পক্ষ থেকে অনুষ্ঠিত হলো বাংলাদেশের জুলাই- আগষ্ট গণ অভ্যুথান ২০২৪ সালে সকল শহীদ, আহত ও পঙ্গুত্ববরণ কারী দের উদ্দেশ্যে আলোচনা ও দোয়া মাহফিল। তানোর উপজেলার তানোর পৌরসভার অর্ন্তভুক্ত তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের কক্ষে বিকাল পাঁচটায় এই মহান আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় বক্তাগণ জুলাই গণ অভ্যুথানের গুরুত্বপূর্ণ আলোচনা করেন। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত নেতা জনাব অধ্যাপক মো: জামিলুর রহমান, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাওলানা মো: আলমগীর হোসেন- সভাপতি তানোর উপজেলা শাখা, বাংলাদেশ জামায়াতে ইসলামী। আরো কথা বলেন জামায়াতে ইসলামীর নেতা অধ্যাপক মো: আনিসুর রহমান, অধ্যাপক মো: আবুল কালাম আজাদ, মাওলানা মো: মোকসেদ আলী। আরো কথা বলেন ছাত্র সমন্বয়ক মো: রায়হান মন্ডল। সকল বক্তা গণ শহীদ দের অতুলনীয় অবদানের কথা তুলে ধরেন এবং সম বেদনা জ্ঞাপন করেন ও দোয়া কামনা করেন। উক্ত অনুষ্ঠানে তানোর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন। সকল আলোচনা সুশৃঙ্খলভাবে শেষ করে উপস্থিত সকলের সমন্বয়ে মোনাজাতের মাধ্যমে দোয়া কামনা করে সভার সকল কাজ সমাপ্ত করা হয়।