জীবননগরে বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

- আপডেট সময় : ১২:০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে

মোঃ মুনাইম হোসেন,জীবন নগর (চুয়াডাঙ্গা)চুয়াডাঙ্গার জীবননগর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তিনজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাসের নেতৃত্বে গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) বিশেষ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান ও এএসআই (নিঃ) মোঃ আব্দুস সালাম সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন
১. মোঃ সবুজ মিয়া (সিআর-১৯৭১/২৪, প্রসেস নং-৫৫৯/২৫), পিতা-মোঃ আমিরুল ইসলাম, সাং-কয়া।
২. মনির হোসেন (মিরপুর সিআর-৫৯৬/২৪, প্রসেস নং-৫৮২/২৫), পিতা-হোসেন গাজী, সাং-জীবননগর বসুতিপাড়া।
৩. মোঃ জিল্লুর রহমান ডোনার (জিআর-৬১/১৫, দায়রা-৩৮২৪/১৫, প্রসেস নং-৩৭৩/২৫), পিতা-মৃত আশরাফ আলী, সাং-কাশিপুর (বাবু পাড়া), থানা-জীবননগর।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।